
শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পিছনে আমেরিকার হাত রয়েছে। চাঞ্চল্যকর দাবি করলেন বাংলাদেশের তৎকালীন মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তাঁর এই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। ২০২৪ সালের অগাস্ট আন্দোলনের সময় সরকারের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। সেই মহিবুল জানান, বিশ্ববিখ্যাত বিনিয়োগকারী জর্জ সোরোসের সঙ্গে হাত মিলিয়ে USAID, জো বাইডেন ও ক্লিনটন পরিবার উগ্রপন্থীদের ইন্ধন জুগিয়েছিল।
সম্প্রতি রাশিয়া টুডে-কে একটি সাক্ষাৎকার দেন মহিবুল হাসান চৌধুরী। ২০২৪ সালে হাসিনার সরকারের মন্ত্রী ও প্রধান আলোচক থাকা মহিবুল বলেন, 'আমেরিকায় থাকা কিছু প্রভাবশালী পরিবার, বাইডেন, ক্লিনটন, কিছু NGO বাংলাদেশের সরকারের বিরুদ্ধে প্রচার চালাচ্ছিল। আসলে ক্লিনটন পরিবারের সঙ্গে অনেক আগে থেকে মহম্মদ ইউনূসের ভালো সম্পর্ক ছিল। তাঁরা কোনওদিন প্রকাশ্যে তা দাবি করতেন না। কিন্তু ভিতরে ভিতরে হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ছক কষেছিলেন। সেজন্য অনেক বেসরকারি সংস্থা টাকা ঢেলেছিল।'
মহিবুল হাসান চৌধুরী আরও দাবি করেন, বাংলাদেশের আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল না। টাকা-পয়সা দিয়ে আন্দোলন করানো হয়েছিল। ধর্মান্ধদের উস্কানি দেওয়া হয়েছিল। দেখানো হয়েছিল টাকার লোভ।
প্রসঙ্গত, চলতি বছরের অগাস্টেই ইন্ডিয়া টুডে বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানো জানানো হয়, বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল তা কেবল ছাত্রদের ছিল না। গেরিয়া ধাঁচে পরিচালিত হওয়া এই আন্দোলনে সেনাবাহিনীর হাতও বেঁধে দেওয়া হয়েছিল।
মহিবুল হাসান আরও দাবি করেন, ইউনূস আগে থেকেই জানতেন সরকার বদল হবে। সেজন্য প্রস্তুতও ছিলেন।