
ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কে তীব্র টানাপোড়েন। এরই মধ্যে বাংলাদেশে সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে উপস্থিত হন জয়শঙ্কর। খালেদার পুত্র বিএনপি নেতা তারেক রহমানের হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করেন।
বুধবার খালেদা জিয়ার শেষকৃত্যে হাজার হাজার মানুষ তাঁকে শেষ বিদায় জানাতে আসেন। এদিন ঢাকায় অবতরণের কিছুক্ষণ পরই, জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের সঙ্গে দেখা করেন। তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী এই আইকনিক নেত্রীর মৃত্যুতে ভারতের তরফে গভীর শোক প্রকাশ করেন।
বিএনপি নেত্রী দীর্ঘদিন ধরে অসুস্থতার পর মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করেন বিদেশমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "প্রধানমন্ত্রী @narendramodi-এর থেকে একটি ব্যক্তিগত চিঠি তাঁকে হস্তান্তর করা হয়েছে। ভারত সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানাই।"
আরও বলেন, "আশা করছি খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ আমাদের পার্টনারশিপে উন্নয়নে দিকনির্দেশ করে।" মঙ্গলবার, প্রধানমন্ত্রী মোদী জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি। ২০১৫ সালে ঢাকা সফরের সময় তার সঙ্গে তাঁর সাক্ষাতের কথা স্মরণ করেন। দেন শোকবার্তা।