
'এ ধরনের মন্তব্য বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন। ইউনূসের (বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস) শাসনকালে বাংলাদেশে চরমপন্থী শক্তি প্রভাব বাড়িয়ে নিয়েছে। এটা তাদেরই বক্তব্য।' ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং চিকেনস নেক নিয়ে বাংলাদেশের চরমপন্থী নেতাদের ক্রমাগত হুমকি প্রসঙ্গে এমনটাই বললেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আসলে বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই সেখানে ভারত বিদ্বেষ চরমে উঠেছে। নতুন চরমপন্থী নেতারা প্রতিদিনই ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স বা ৭টি রাজ্য দখলের হুমকি দিচ্ছে। পাশাপাশি চিকেনস নেক বলে পরিচিত শিলিগুড়ি করিডরেও আক্রমণ করার দাবি করছে। তার মাধ্যমেই ভারতকে শায়েস্তা করার স্বপ্ন দেখছে তারা। আর বর্তমানে এই বিষয়টা নিয়েই মুখ খুলেছেন আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা। তাঁর মতে, চরমপন্থীদের মুখ থেকে বেরিয়ে আসা এই ধরনের মন্তব্য আদতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে খারাপ করছে। শুধু তাই নয়, এই ধরনের মন্তব্য যে বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞাহীন, সেটাও রাখঢাক না করে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন হাসিনা।
তিনি বলেন, 'যেই দেশের উপর বাণিজ্য থেকে শুরু করে যাতায়াত ও আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশ নির্ভরশীল, সেই দেশকে কোনও দায়িত্বশীল নেতা এভাবে হুমকি দিতে পারে না।'
পাশাপাশি তিনি মনে করেন যে, ধরনের বক্তব্য বাংলাদেশের জাতীয় স্বার্থের পরিপন্থী। এর মাধ্যমে বাংলাদেশেরই আদতে ক্ষতি হবে।
অলীক কল্পনা
সেভেন সিস্টার্স এবং চিকেনস নেক নিয়ে চরমপন্থী নেতাদের এহেন হুমকিকে কল্পনা বলেও মনে করেন হাসিনা। তাঁর কথায়, 'এই ধরনের কথা আদতে আদর্শগত কল্পনারই খোরাক জোগায়। ভারত এই ধরনের মন্তব্যকে উদ্বেগের চোখে দেখতে পারে। সেটা তাদের পক্ষে যুক্তি সঙ্গত।'
বাংলাদেশের জনগণের কথা নয়
শেখ হাসিনা মনে করেন, এই ধরনের কথা কোনও বাংলাদেশির নয়, বরং নেতাদের নিজের নিজের মনগড়া। তাই তিনি বলেন, 'এই ধরনের কণ্ঠস্বর একবারেই বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে না। কারণ, বাংলাদেশের মানুষ এই বিষয়টা জানে যে ভারতের সঙ্গে সম্পর্কের উপরই নিরাপত্তা থেকে শুরু করে সমৃদ্ধির মতো বিষয়গুলি জড়িয়ে রয়েছে।'
এই ধরনের পরিস্থিতি বদলে যাবে
তিনি আরও দাবি করেন যে বাংলাদেশে গণতন্ত্র এলে এই ধরনের হুমকিও আর দেওয়া হবে না। তিনি বলেন, 'আবার গণতন্ত্র এলে এবং দায়িত্বশীল শাসনব্যবস্থা ফিরলে এ ধরনের বেপরোয়া ও দায়িত্বহীন বক্তব্যও বন্ধ হয়ে যাবে।'