
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেন্দ্র থেকে ভোটে লড়াই করবেন এক হিন্দু। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের এই নেতার নাম গোবিন্দ চন্দ্র প্রামাণিক। তিনি নির্দল প্রার্থী হিসেবে এই সিটে লড়তে চলেছেন বলে খবর দ্য ডেইলি স্টার সূত্রে।
কী করেন তিনি?
গোবিন্দ চন্দ্র প্রামাণিক একজন আইনজীবী। তিনি গোপালগঞ্জ ৩ (কোতালিপাড়া-টুঙ্গিপাড়া) কেন্দ্র থেকে বাংলাদেশের ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনে লড়াই করতে চলেছেন বলে খবর।
তাঁর কথায়, 'আমি নিজেকে নিরপেক্ষ মনে করি। আমার কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমি রাজনীতিও করি না।'
তিনি আরও বলেন, 'অনেক রাজনৈতিক দলের MP-রা দলীয় নিয়মের কারণে অনেক সমস্যার কথা তুলতে পারেন না। আমি এই বাধাবিপত্তি পেরতে চাই। মানুষের জন্য কথা বলতে চাই।'
ফিরেছেন তারেক রহমান
বিএনপি নেত্রী খালেদা জিয়া অসুস্থ। এমন পরিস্থিতিতে তাঁর পুত্র তারেক রহমান ফিরেছেন বাংলাদেশে। তিনি ১৭ বছর পর দেশে ফিরলেন। ২০০৮ থেকেই তিনি লন্ডনে ছিলেন। স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। তারপর তিনি দেশে ফিরলেন আজ।
আর খালেদা পুত্রকে ঘিরে আজ বাংলাদেশে উৎসবের মেজাজ। লক্ষ লক্ষ মানুষ তাঁকে দেখার জন্য উপস্থিত ঢাকায়। তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে আজই।
এ দিন দেশে ফেরার পর কিছুটা সময় খালি পায়ে দাঁড়িয়ে ছিলেন তারেক। মাতৃভূমি স্পর্শ করার জন্যই তিনি এই কাজটা করেছিলেন বলে জানা যাচ্ছে। এছাড়া আজ তিনি সকলকে তাঁর পাশে থাকার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
অশান্ত বাংলাদেশ
গত বছর ছাত্র অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে। ক্ষমতা থেকে চলে গিয়েছে শেখ হাসিনা। তাঁর জায়গায় এসেছেন মহম্মদ ইউনূস। আর নতুন অন্তবর্তী সংরকার ক্ষমতা দখল করার পর থেকেই অশান্ত হয়েছে বাংলাদেশ। সেই দেশ এখন চরমপন্থীদের দখলে। তাই প্রায়ই লেগে থাকে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা।
আর তারেক রহমান ফেরার সময়ও বাংলাদেশের অবস্থা ভাল নয়। কিছুদিন আগে ছাত্রনেতা ওসমান হাদির হত্যা হয়েছে। আর এই ঘটনার পর থেকেই উত্তপ্ত বাংলাদেশ। ভাঙা হয়েছে একাধিক জায়গা। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সংবাদপত্রের অফিসে। শুধু তাই নয়, এই সময় সর্বসমক্ষে পুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দু যুবক দীপু দাসকে। আর এই ঘটনার পর শেখ হাসিনার কেন্দ্রে কোনও হিন্দু ব্যক্তির প্রার্থী হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।