Advertisement

Taslima Nasrin: হাদি হত্যায় অভিযুক্তের অ্যাকাউন্টে ১২৫ কোটি দিয়েছে ইউনূস সরকার? প্রশ্ন তসলিমার

'হাদির (ওসমান হাদি) সম্ভাব্য আততায়ী ফয়সলের অ্যাকাউন্টে ১২৫ কোটি টাকার লেনদেন পাওয়া গিয়েছে। টাকাটা কে দিল? সরকারের অদৃশ্য হাত নয় তো?' নিজের ফেসবুক অ্যাকাউন্টে এভাবেই বাংলাদেশের অন্তবর্তী মহম্মদ ইউনূস সরকারের দিকে আঙুল তুলে দিলেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন।

তসলিমা নাসরিনতসলিমা নাসরিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Dec 2025,
  • अपडेटेड 10:33 AM IST
  • হাদির (ওসমান হাদি) সম্ভাব্য আততায়ী ফয়সলের অ্যাকাউন্টে ১২৫ কোটি টাকার লেনদেন পাওয়া গিয়েছে
  • টাকাটা কে দিল? সরকারের অদৃশ্য হাত নয় তো?
  • ফেসবুক অ্যাকাউন্টে এভাবেই বাংলাদেশের অন্তবর্তী মহম্মদ ইউনূস সরকারের দিকে আঙুল তুলে দিলেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন

'হাদির (ওসমান হাদি) সম্ভাব্য আততায়ী ফয়সলের অ্যাকাউন্টে ১২৫ কোটি টাকার লেনদেন পাওয়া গিয়েছে। টাকাটা কে দিল? সরকারের অদৃশ্য হাত নয় তো?' নিজের ফেসবুক অ্যাকাউন্টে এভাবেই বাংলাদেশের অন্তবর্তী মহম্মদ ইউনূস সরকারের দিকে আঙুল তুলে দিলেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন।

তিনি নিজের বক্তব্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর নেপথ্যে মহম্মদ ইউনূস সরকারেরও হাত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন।

আসলে গত বছর জুলাই অভ্যুত্থানের পর থেকেই অশান্ত বাংলাদেশ। আর এই আন্দোলনের মাধ্যমেই উঠে আসেন ওসমান হাদি। তিনি ছিলেন ওই আন্দোলনের অন্যতম মুখ। আর সেই হাদির উপরই কিছুদিন আগে হামলা হয়। ১৬ ডিসেম্বর রিকশায় চেপে যাচ্ছিলেন হাদি। তাকে পিছন থেকে গুলি করা হয় বলে অভিযোগ। আর এমন পরিস্থিতিতে তাকে প্রথমে ভর্তি করা হয় ঢাকা মেডিক্যাল কলেজে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। তারপর অবস্থার অবনতি হলে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর। সরকারের টাকাতেই সেখানে হাদির চিকিৎসা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানেই প্রাণ হারান হাদি।

হাদির উপর আক্রমণের অভিযোগ রয়েছে ফয়সল করিমের উপর। তাকে এখনও ধরা যায়নি। সে ভারতে পালিয়ে এসেছে বলে দাবি করছে একাংশ। যদিও সেই দাবির স্বপক্ষে কোনও নির্দিষ্ট প্রমাণ নেই। আর এমন পরিস্থিতিতেই হাদির উপর হামলার জন্য ইউনূস সরকারের দিকেই আঙুল তুললেন তসলিমা। তাঁর মতে, ফয়সলের অ্যাকাউন্টে ১২৫ কোটি টাকার লেনদেন পাওয়া গিয়েছে। এর পিছনে সরকার পক্ষেরও হাত থাকার আশঙ্কা রয়েছে বলে মনে করেন তিনি।

অশান্ত বাংলাদেশ

হাদির উপর হামলার পর থেকেই অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। সংবাদমাধ্যম ডেইলি স্টার, প্রথম আলোর অফিস ভাঙচুর করা হয়। লাগিয়ে দেওয়া হয় আগুন। পাশাপাশি সংস্কৃতি কেন্দ্র ছায়ানটও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আর এই সব নিয়ে প্রথম থেকেই সোচ্চার ছিলেন তসলিমা। এই পোস্টেও তার ব্যতিক্রম হয়নি। তিনি লেখেন, 'কয়েক ঘণ্টা ধরে জিহাদিরা ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, আর উদীচীর কার্যালয় লুঠ করেছে, ভেঙেছে, পুড়িয়েছে। পুলিশ আসেনি। মনে হচ্ছে গোটা ব্যাপারটাই করিয়েছে সরকার। পুলিশ সরকারের গ্রিন সিগন্যাস পায়নি বলে কর্মস্থল ত্যাগ করেনি।'

Advertisement

এছাড়া দীপু দাসের মৃত্যু নিয়েও আরও একবার সরব তসলিমা। তিনি লেখেন, ' দীপু কাণ্ডেও ভিকটিমের মৃত্যু হয়ে যাওয়ার পরে ঘটনাস্থলে পুলিশ এসেছে। সময় মতো পুলিশকে আসতে বাধা দেয় কারা? হয়তো তারাই, যারা পুলিশকে নির্দেশ দেয়, এবং বলে দেয় নির্দেশ ছাড়া কোথাও, বিশেষ করে সেনসিটিভ কেসে, আচমকা উদয় না হতে!'

অর্থাৎ এই বিশিষ্ট সাহিত্যিক নিজের পোস্টে বারবার বর্তমান ইউনূস সরকারের দিকে আঙুল তুলেছেন।

Read more!
Advertisement
Advertisement