
আবারও চর্চায় বাংলাদেশের নায়ক তথা কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সম্প্রতি স্ত্রী রিয়া মনিকে মৌখিক ভাবে তালাক দিয়েছেন তিনি। আবার কলকাতার মেয়েকে বিয়ে করার ইচ্ছেপ্রকাশও করেছেন। আর এবার তাঁর মেসেঞ্জারে মহিলাদের বিবাহ প্রস্তাবের বন্যা বইছে বলে দাবি করলেন হিরো আলম। জানা গিয়েছে, তাঁকে ডিএম করে নাকি বিয়ের জন্য প্রস্তাব পাড়ছেন প্রচুর সংখ্যক তরুণী।
হিরো আলম নিজেই সংবাদমাধ্যমে জানিয়েছেন, তালাক দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আচমকাই তাঁর মেসেজ ইনবক্স উপচে পড়ছে। নারীদের আগ্রহ ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে তাঁকে নিয়ে। হিরো আলম জানান, রিয়া মনির সঙ্গে বিচ্ছেদের পর থেকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ওপেন করাই তাঁর কাছে বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। অসংখ্য নারী তাঁকে মেসেজ করে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। এই ভালোবাসায় তিনি আপ্লুত।
তবে যতই তরুণীরা তাঁকে বিয়ে করার জন্য মুখিয়ে থাকুন না কেন, তিনি কিন্তু মোটেই আবেগে ভেসে যাচ্ছেন না। বিবাহ বিচ্ছেদ পরবর্তী জীবনে নিজেকে আরও সময় দিতে চান তিনি।
হিরো আলম জানিয়েছেন, তিনি আবার বিয়ে করতে চান। তবে হুটহাট করে এই সিদ্ধান্ত নিতে চান না। ধীরস্থির ভাবে, চিন্তা ভাবনা করে তবেই জীবনসঙ্গী বেছে নেবেন।
কেমন জীবনসঙ্গী চাইছেন হিরো আলম? প্র্যাকটিকাল, সম্পর্কে বুঝদার হবেন, সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতা রয়েছে এমন মেয়ে চাই হিরো আলমের। কারণ তিনি চান, তাঁর সন্তানেরা যেন সুন্দর পরিবেশে বেড়ে ওঠে।
কিন্তু রিনা মনিকে কেন তালাক দিলেন? জবাবে হিরো আলমের দাবি, রিয়া মনি তাঁকে খুন করতে চেয়েছিলেন। স্ত্রী পরকীয়ায় জড়িত বলেও ধারণা হিরো আলমের। ফলত তাঁকে তালাক দেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না বাংলাদেশি এই অভিনেতার কাছে।
স্ত্রী রিয়া মনিকে তালাক দেওয়ার পর দুধ দিয়ে স্নান করে নিজেকে সুদ্ধ করেছেন হিরো আলম। জানিয়েছেন, ডিভোর্সের কাগজপত্র প্রস্তুত করছেন তাঁর আইনজীবী। ৩ মাসের মধ্যে আইনি বিচ্ছেদ প্রক্রিয়াও সম্পন্ন হবে তাঁদের। এরপর জীবনসঙ্গী হিসেবে তিনি কাকে বেছে নেবেন, সেটাই এখন দেখার।