Hilsa: চলতি মরসুমে বাংলাদেশে আগেরবারের তুলনায় ইলিশের জোগান প্রায় ৫ গুণ বেড়েছে। সেই সঙ্গে সেখানকার বাজারগুলিতে দামও কমেছে ইলিশের। এবার প্রায় ৩ কেজি ওজনের ইলিশ ধরা পড়ল সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীতে। জানা গিয়েছে, মোট ৩৫টি ইলিশ জালে উঠেছে। ৩৫টি মাছের মধ্যে মোট ৫টি রয়েছে ৩ কেজির ইলিশ। বাকিগুলির ওজন ২ কেজি। কয়েকদিন আগেই ফেনিতে ২কেজি ওজনের ৫০টিরও বেশি ইলিশ মাছ মিলেছিল। ৩ কেজির ইলিশ বিক্রি হয়েছে ২ লাখ ২০ হাজার টাকায় (বাংলাদেশি মুদ্রায়)।
দাম কত
মরসুমের শুরুতে ইলিশ মাছ তেমন জালে ওঠেনি। কিন্তু জুলাইয়ের শেষের দিক থেকেই দুই বাংলার পরিস্থিতি বদলে যেতে শুরু করে। বাংলাদেশে প্রচুর ইলিশ মাছ আসতে থাকে। বিভিন্ন প্রতিবেদন দাবি করা হচ্ছে, গতবারের থেকে এবার বেশি ইলিশ মাছ জালে উঠেছে। ফলে ইলিশের জোগান বেড়েছে। কম ওজনের ইলিশের দাম বেশ কমেছে ওপার বাংলাতে। তবে সবথেকে গুরত্বপূর্ণ বাংলাদেশে এবার প্রচুর পরিমাণে জালে উঠেছে পদ্মার ইলিশ। স্বাদে সমুদ্রের ইলিশকে টেক্কা দিতে পারে পদ্মার ইলিশ। এপার বাংলাতে এখনও পদ্মার ইলিশ তেমন দেখা যায়নি।
ধরা পড়ছে প্রচুর ইলিশ
বাংলাদেশি এক সংবাদমাধ্যমে সেখানকার মৎস্যজীবীরা জানিয়েছেন, ইলিশ ধরার জন্য প্রয়োজনীয় সরকারি গাইডলাইন মানায় জেলেরা উপকৃত হচ্ছেন। মরসুমের শুরুতে ছোট ইলিশ ধরা পড়লেও এখন পরিস্থিতি বদলেছে। মাঝে মধ্যেই ২ কেজি এবং ৩ কেজি ওজনের ইলিশ জালে উঠছে। ২০২১ সালে ইলিশ তেমন ধরা যায়নি। এবার এখনও পর্যন্ত গতবারের তুলনায় ৫ গুণ বেশি ইলিশ ধরা পড়েছে। ফলে আন্দাজই করা যাচ্ছে বড় লাভের মুখ দেখতে চলেছেন সেখানকার মৎস্যজীবীরা। এর অন্যতম কারণ হচ্ছে আবহাওয়া। এমন বৃষ্টির আবহাওয়াতেই ইলিশ মাছ বেশি জালে ওঠে। এবারের আবহাওয়া অনুকূলে রয়েছে বলে মত বাংলাদেশের অধিকাংশ মৎস্যজীবীদের। আগামী দিনে আরও ইলিশ জালে উঠবে বলে আশা করছেন তাঁরাও।