Advertisement

Bangladesh Hindu Leader: বাংলাদেশে খুন হিন্দু নেতা ভবেশচন্দ্র রায়, তুলে নিয়ে গিয়ে পিটিয়ে মারার অভিযোগ

বাংলাদেশে ফের হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে এল। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক হিন্দু নেতাকে খুনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উত্তর বাংলাদেশের দিনাজপুর জেলায়। 

প্রতীকী ছবি।প্রতীকী ছবি।
Aajtak Bangla
  • ঢাকা,
  • 19 Apr 2025,
  • अपडेटेड 11:06 AM IST
  • বাংলাদেশে ফের হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে এল।
  • বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক হিন্দু নেতাকে খুনের অভিযোগ উঠেছে।
  • ঘটনাটি ঘটেছে উত্তর বাংলাদেশের দিনাজপুর জেলায়। 

বাংলাদেশে ফের হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে এল। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে এক হিন্দু নেতাকে খুনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উত্তর বাংলাদেশের দিনাজপুর জেলায়। 

দ্য ডেইলি স্টার সূত্রে খবর, নিহত নেতার নাম ভবেশচন্দ্র রায়। ৫৮ বছর বয়সী ওই হিন্দু নেতা দিনাজপুরের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে তাঁর দেহ উদ্ধার করা হয়। 

নিহতের স্ত্রীকে উদ্ধৃত করে দ্য ডেইলি স্টার জানিয়েছে, বিকেল সাড়ে ৪টায় তাঁর স্বামীকে কেউ একজন ফোন করেন। ফোনের আধ ঘণ্টা পর ২টি বাইকে করে ৪ জন তাঁদের বাড়িতে যান। তারপরেই ভবেশকে তাঁরা তুলে নিয়ে যান। নারাবাড়ি গ্রামে নিয়ে গিয়ে সেখানে ভবেশকে মারধর করা হয় বলে অভিযোগ। 

অচৈতন্য অবস্থায় ভবেশকে বাড়িতে ফেরানো হয়। সঙ্গে সঙ্গে তাঁকে দিনাজপুরে হাসপাতালে নিয়ে যান পরিজনরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

জানা গিয়েছে, বিরল শাখার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ছিলেন ভবেশ। বিরল থানার ওসি আবদুস সাবদুর জানিয়েছেন, মামলা রুজুর প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে। 

অন্য দিকে, পশ্চিমবঙ্গে হিংসার ঘটনা নিয়ে বাংলাদেশের বক্তব্যের বিরোধিতা করেছে ভারত। বাংলাদেশ যাতে সেখানে হিন্দু সংখ্যালঘুদের রক্ষা করে, সেদিকে নজর দিতে পাল্টা বার্তা দিয়েছে নয়াদিল্লি। 
 

Read more!
Advertisement
Advertisement