Advertisement

Bangladesh Elections : হিন্দু প্রার্থীর মননোয়ন বাতিল করে দিল বাংলাদেশ নির্বাচন কমিশন, এ কেমন গণতন্ত্র?

নামেই গণতান্ত্রিক দেশ বাংলাদেশ। এবার ভোটে দাঁড়াতে চাওয়া এক হিন্দু ব্যক্তির মনোননয়ন বাতিল করে দিল বাংলাদেশ নির্বাচন কমিশন। সেই ঘটনা ঘিরে আলোড়ন মহম্মদ ইউনূসের দেশে। এতদিন ধরে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছিল মৌলবাদীরা।

হিন্দু প্রার্থীর মনোনয়ন বাতিল হিন্দু প্রার্থীর মনোনয়ন বাতিল
Aajtak Bangla
  • দিল্লি ও ঢাকা ,
  • 04 Jan 2026,
  • अपडेटेड 5:16 PM IST
  • নামেই গণতান্ত্রিক দেশ বাংলাদেশ
  • এবার ভোটে দাঁড়াতে চাওয়া এক হিন্দু ব্যক্তির মনোননয়ন বাতিল করে দিল বাংলাদেশ নির্বাচন কমিশন

নামেই গণতান্ত্রিক দেশ বাংলাদেশ। এবার ভোটে দাঁড়াতে চাওয়া এক হিন্দু ব্যক্তির মনোননয়ন বাতিল করে দিল বাংলাদেশ নির্বাচন কমিশন। সেই ঘটনা ঘিরে আলোড়ন মহম্মদ ইউনূসের দেশে। এতদিন ধরে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছিল মৌলবাদীরা। এবার তাদের ভোটাধিকারও কেড়ে নিতে চায় সেই দেশের সরকার। এমনই অভিযোগ সামনে আসছে। 

বাংলাদেশে সংখ্যালঘু সমাজের পরিচিত মুখ গোবিন্দচন্দ্র প্রামাণিক। গোপালগঞ্জ ৩ আসনে নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ানোর জন্য তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। অথচ সেই মনোনয়ন বাতিল করে দেয় বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রসঙ্গত, এই আসন থেকেই লড়তেন শেখ হাসিনাও। 

বাংলাদেশ নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে, সাধারণ নির্বাচনে যে কোনও স্বতন্ত্র প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে তাঁর নির্বাচনী এলাকার ১% ভোটারের স্বাক্ষর কমিশনে জমা দিতে হয়। গোবিন্দচন্দ্র প্রামাণিক জানান, সেই নিয়ম মেনে তিনি স্বাক্ষর-সহ তিনি মনোনয়ন জমা করেছিলেন। অথচ, শেষ মুহূর্তে রিটার্নিং অফিসার স্বাক্ষর অবৈধ ঘোষণা করে মনোনয়ন বাতিল করেছেন। 

গোবিন্দচন্দ্র প্রামাণিকের অভিযোগ, বিএনপির ভয়ে ও নির্দেশে তাঁর হয়ে স্বাক্ষরকারীরা সই প্রত্যাহার করে নেন। কিন্তু নির্বাচন কমিশন তার কোনও তদন্ত না করে মনোনয়ন বাতিল করে দেয়। পেশায় আইনজীবী ওই ব্যক্তি aajtak-কে জানান, মনোনয়ন বাতিলের যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, তাকে চ্যালেঞ্জ করে তিনি কোর্টে আবেদন করবেন। 

বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সালাহউদ্দিন শোয়েব চৌধুরী বলেন, 'এর থেকে পরিষ্কার, বাংলাদেশের সকল সংগঠন বিএনপির জয় নিশ্চিত করার জন্য কাজ করছে। নির্বাচন কমিশনও সেটাই চাইছে। বিএনপির পথে বাধা হয়ে যাতে কোনও নির্দল, জাতীয় পার্টির প্রার্থী আসুক, সেটা নিশ্চিত করতে চাইছে কমিশন নিজেই।' 

গোবিন্দচন্দ্র বাংলাদেশের হিন্দু সংগঠনগুলোর অন্যতম মুখ। তবে হাসিনার পতনের পপর তিনি মহম্মদ ইউনূসকে সমর্থন জানান। তাতে বিতর্ক বাড়ে। একাধিক সংগঠন ওই ব্যক্তির হাত ছেড়ে দেন। 

বাংলাদেশে ভোটে সংখ্যালঘুরা বরাবর অন্যতম নির্ণায়ক ভূমিকা পালন করে থাকে। খুলনার মতো এমন জেলায় হিন্দুরা প্রার্থীদের জয়-পরাজয়ের নির্ণায়ক হয়ে থাকে। এই নির্বাচনেও ভালো ফল করবেন বলে আশা করেছিলেন গোবিন্দচন্দ্র। কিন্তু তাঁকে ভোটেই লড়তে দেওয়া হচ্ছে না।

Advertisement
Read more!
Advertisement
Advertisement