Advertisement

Hindus in Bangladesh: ৬ মাসে বাংলাদেশে কত হিন্দুর মৃত্যু-কত মন্দিরে হামলা? সংসদে জানাল কেন্দ্র

বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত সরকার। শুক্রবার লোকসভায় এক লিখিত উত্তরে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, গত  অগাস্ট থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Feb 2025,
  • अपडेटेड 5:41 PM IST

বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত সরকার। শুক্রবার লোকসভায় এক লিখিত উত্তরে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, গত  অগাস্ট থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে।

তিনি জানান, এখনও পর্যন্ত ২৩ জন হিন্দুর মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ১৫২টি হিন্দু মন্দিরে হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এছাড়া, গত দুই মাসে (২৬ নভেম্বর ২০২৪ - ২৫ জানুয়ারি ২০২৫) বাংলাদেশে হিন্দুদের উপর ৭৬টি হামলার ঘটনা ঘটেছে।

ভারত সরকার গোটা পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিদেশ প্রতিমন্ত্রী বলেন, 'বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে আমাদের উদ্বেগের কথা আমরা বাংলাদেশ সরকারকে জানিয়েছি।'

তিনি আরও জানান, গত ৯ ডিসেম্বর ভারতের বিদেশ সচিব বাংলাদেশ সফরে গিয়ে সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের কথা বাংলাদেশ সরকারকে জানিয়েছেন।

বাংলাদেশ সরকারও এই ঘটনায় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে। গত ১০ ডিসেম্বর বাংলাদেশের এক সরকারি বিবৃতিতে জানানো হয়, সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ৮৮টি মামলা রুজু হয়েছে এবং ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তদন্তে এখন পর্যন্ত ১,২৫৪টি হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে।

ভারত সরকারের মতে, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা মূলত বাংলাদেশের দায়িত্ব। তবে ভারতীয় হাইকমিশন ঢাকায় এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে জানান প্রতিমন্ত্রী।

অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রুশ সেনাবাহিনীতে নিযুক্ত ১২৭ জন ভারতীয় নাগরিকের মধ্যে ৯৭ জনের চাকরি বাতিল হয়েছে। এছাড়া, ১২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৭ জনের দেহ ভারতে ফেরত আনা হয়েছে। দুইজনের শেষকৃত্য রাশিয়াতেই সম্পন্ন হয়েছে পরিবারের ইচ্ছায়। বাকি ৩ জনের মৃত্যুর তথ্য যাচাই করা হচ্ছে।

Read more!
Advertisement
Advertisement