Chinmoy krishna Das Remand: বাংলাদেশের চট্টগ্রামে ইসকন নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে জটিলতা আরও বাড়ছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুটি পৃথক মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে চট্টগ্রাম মহানগর আদালত।
রবিবার সকালে মহানগর হাকিম এস এম আলাউদ্দিন এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কোটওয়ালি থানার অধীনে দায়ের হওয়া দুটি মামলায় চিন্ময়কে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন, যা আদালত অনুমোদন করে প্রতিটি মামলার জন্য একদিন করে রিমান্ড মঞ্জুর করে। এদিন শুনানির সময় চিন্ময় আদালতে উপস্থিত ছিলেন না।
এর আগে, ৬ মে আদালত আইনজীবী আলিফের ভাইয়ের দায়েরকৃত হত্যা মামলা এবং ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত চত্বরে ঘটে যাওয়া সহিংস ঘটনাসমূহ নিয়ে চারটি পৃথক মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর নির্দেশ দেয়।
২০২৪ সালের ২৬ নভেম্বর বিএনপি নেতা ফিরোজ খানের জামিন আবেদন খারিজ হলে আদালত এলাকায় সহিংস বিক্ষোভ শুরু হয়, যার সময় আইনজীবী আলিফ নিহত হন। সেই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে চিন্ময় দাসের নাম।
পরে এপ্রিল ৩০ তারিখ হাইকোর্ট থেকে তিনি জামিন পেলেও রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে জামিন স্থগিত করায় মুক্তি আটকে যায়। পরে আরও পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।