
১২ জানুয়ারি বাংলাদেশের ভোট। আর সেই ভোটে বিএনপি-এর পাশাপাশি নজর থাকবে জামাত-ই-ইসলামির দিকে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ভোটে দারুণ ফল করতে পারে জামাত। আর সেই বিষয়টা আগেভাগে আঁচ করেই নতুন খেলা শুরু করেছে আমেরিকা। যার ফলে আদতে চাপে পড়তে পারে ভারত।
মার্কিন দেশের বিশিষ্ট সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের তরফে দাবি করা হয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক রাষ্ট্রদূত নিয়মিত জামাতের সঙ্গে যোগাযোগ রাখছেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই উগ্র মুসলিম দলের সঙ্গে সমঝোতা করার কথা ভাবা হচ্ছে বলেই মনে করা হচ্ছে।
আমেরিকা চাইছেটা কী?
প্রথম থেকেই জামাত একটি পাকিস্তানপন্থী দল। আর বর্তমানে এই দলের সঙ্গেই ঘনিষ্ঠতা বাড়াচ্ছে আমেরিকা। আর সম্পর্কের এহেন নতুন সমীকরণে চাপে পড়তে পারে ভারত।
এই বিষয়ে ওয়াশিংটন পোস্ট দাবি করে, ঢাকায় কাজ করা ওই আমেরিকার রাষ্ট্রদূত বাংলাদেশের সাংবাদিকদের জানিয়েছেন যে ১ ডিসেম্বর ২০২৫ একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে জামাতের সঙ্গে। সেখান থেকে জামাতকে বার্তা দিয়েছে ওয়াশিংটন। তাদের তরফে দাবি করা হয়েছে, ট্রাম্প প্রশাসন আশা করছে এবার ভাল ফল করবে জামাত।
যদিও আমেরিকার দূতাবাসের মুখপাত্র মোনিকা শেই জানিয়েছেন যে এটা একটি সাধারণ বৈঠক ছিল। তবে জামাত এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি।
কী হতে পারে?
১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ভোট। আর তার আগে একাধিক সমীক্ষা হয়েছে। আর সেই সব সমীক্ষায় ইঙ্গিত মিলেছে যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপি-এর মতো এই ভোটে ভাল ফল হতে পারে জামাত। আর সেই কারণেই এখন থেকে এই উগ্র ইসলামিক দলের সঙ্গে সখ্যতা তৈরি করতে চায় আমেরিকা বলে জানিয়েছেন সেই রাষ্ট্রদূত।
মাথায় রাখতে হবে, ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল জামাত। তাঁরা উগ্র মুসলিমপন্থী দল। তাই তাঁরা প্রথম থেকেই পাকিস্তানের সমর্থনে গলা ফাটিয়েছে। আর সেই দলই এখন বাংলাদেশে ক্ষমতা বৃদ্ধি করছে।
নতুন খেলা খেলছে জামাত
বর্তমানে জামাত বুঝেছে যে শুধু মুসলিম কার্ড খেললে চলবে না। তাই ভোটের আগে তাঁরা দুর্নীতি বিরোধী এবং উন্নয়নের মতো এজেন্ডাকে সামনে রাখছে। এভাবেই নিজেদের প্রভাব বাড়াতে চাইছে তারা।
কী বলছেন বিশেষজ্ঞরা?
বিশেষজ্ঞরা মনে করছেন, জামাতের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে আমেরিকা। আর তাতে আরও অবনতি হতে পারে ভারত-আমেরিকা সম্পর্ক। এমনকী বাংলাদেশে উগ্র ইসলামপন্থী জামাতের বাড়াবাড়ি হলে সুরক্ষা নিয়েও নরেন্দ্র মোদী সরকারকে ভাবতে হবে। নইলে বড় বিপদ হতে পারে বলেই মত তাঁদের।