Advertisement

Bangladesh Election Krishna Nandi: ইনি বাংলাদেশে জামাতের হিন্দু প্রার্থী, কৃ্ষ্ণ নন্দী কে?

কৃষ্ণ নন্দীর বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগর বাণিজ্যিক এলাকায়। সেখানে তাঁর একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর আগে তিনি আওয়ামী লিগের প্রাক্তন এমপি নারায়ন চন্দ্র চন্দের ঘনিষ্ট হিসেবে পরিচিত ছিলেন। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন কৃষ্ণ নন্দী।

কট্টরপন্থী দলে কে এই হিন্দু নেতা?কট্টরপন্থী দলে কে এই হিন্দু নেতা?
Aajtak Bangla
  • ঢাকা,
  • 27 Jan 2026,
  • अपडेटेड 5:16 PM IST

বাংলাদেশে একের পর এক হিন্দু হত্যা, গণপিটুনি এবং অন্যান্য হিংসার ঘটনার মাঝেই সকল রাজনৈতিক দল হিন্দু ভোট ব্যাঙ্ককে আকর্ষণ করার জন্য সক্রিয় হয়ে উঠছে। বাংলাদেশ ন্যাশনাল পার্টির সমাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর নির্বাচনী সমাবেশ থেকে বার্তা দিয়েছেন,  হিন্দুদের আর কোনও ধরণের ভয়ের মধ্যে থাকতে হবে না। হিন্দু ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, হিন্দু ভাইয়েরা ভয় পাবেন না। আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে যাকে খুশি তাঁকে ভোট দিবেন। তবে আপনারা ভোটকেন্দ্রে যাবেন। এটা আপনাদের অধিকার। বাংলাদেশে জামাতে ইসলামির প্রধান শফিকুর রহমানের গলাতেও আচমকাই 'সংখ্যালঘু প্রেম' শোনা যাচ্ছে।  সম্প্রতি ভোট প্রচারে গিয়ে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসা উচিত। তাঁর কথায়, 'আমরা যদি সংখ্যাগরিষ্ঠ হয়ে সংখ্যালঘুদের সম্মান না করি, তবে বিদেশের মাটিতে আমাদের ভাইদের কারা ভালোবাসবে?' অতিকট্টরপন্থীর খোলস থেকে বেরিয়ে আসতে এবারের নির্বাচনে হিন্দু প্রার্থীও দিয়েছে দলটি। খুলনা-১ আসন থেকে আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী করা হয়েছে কৃষ্ণ নন্দীকে। চরম ইসলামপন্থী জামাত এই প্রথম কোনও হিন্দুকে প্রার্থী করেছে। 

কে এই কৃষ্ণ নন্দী?
জামাতের টিকিট পাওয়া কৃষ্ণ নন্দী পেশায় ব্যবসায়ী। তাঁর বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগরে। বিগত এক বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলায় জামাতের বিভিন্ন রাজনৈতিক সমাবেশে কৃষ্ণ নন্দীকে দেখা গেছে। কৃষ্ণ নন্দী অবশ্য বহুদিন ধরেই জামাতের সঙ্গে যুক্ত। তিনি ডুমুরিয়া উপজেলা জামাতের হিন্দু কমিটির সভাপতি।‌ হিন্দুদের জামাতের দিকে টানতে বড় ভূমিকা পালন করছেন কৃষ্ণ নন্দী।

জামাতে ইসলামী কেন হিন্দু প্রার্থী নামাল?
কৃষ্ণ নন্দীর বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগর বাণিজ্যিক এলাকায়। সেখানে তাঁর একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর আগে তিনি আওয়ামী লিগের প্রাক্তন এমপি নারায়ন চন্দ্র চন্দের ঘনিষ্ট হিসেবে পরিচিত ছিলেন। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন কৃষ্ণ নন্দী।  ২০২৪ সালে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে তিনি  সখ্যতা গড়ে তোলেন। জামায়াতের বিভিন্ন সভা-সমাবেশে মঞ্চে বক্তব্য ও দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে দেখা গেছে কৃষ্ণ নন্দীকে। রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। তারা বলছেন, জামায়াতে ইসলামী নিজেদের রাজনীতিতে একটি উদারনৈতিক ধারা আনার চেষ্টা করছে। কৃষ্ণ নন্দীর বক্তব্য, ২০০৩ সালে এক হাজার টাকা দিয়ে জামায়াতে ইসলামের ফরম পূরণ করে সদস্য হন তিনি।

Advertisement

খুলনায় হিন্দু ভোটারের আধিক্য
খুলনা-১ আসনে উল্লেখযোগ্য হিন্দু ভোটার রয়েছে। এই আসনটি আওয়ামি লিগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ১৯৯৬ সালে এই কেন্দ্রে লড়ে জয়ী হয়েছিলেন শেখ হাসিনা। ১৯৯১ সালের পর থেকে একবারই বিএনপি এই আসনে জিতেছে। তবে বর্তমানে বাংলদেশের রাজনৈতিক পরিসরে আওয়ামি লিগ নেই। এই আবহে বাংলাদেশে ক্ষমতা দখলের লড়াইতে নেমেছে বিএনপি, জামাত, এনসিপির মত দল।

কী বলছেন কৃষ্ণ নন্দী?
খুলনা-১ আসনে জামাতে ইসলামীর প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, জামাত ক্ষমতায় এলে হিন্দুদের জামাই আদরে রাখবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনা সার্কিট হাউজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের ভারতে যেতে হবে না। তাদের এখানে জামাই আদরে রাখা হবে। ভোটারদের উদ্দেশ্যে কৃষ্ণ বলেন, জামায়াত কখনও বিকাশে টাকা দেয় না ভোট কেনার জন্য। তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম কখনও টাকা দিয়ে ভোট কেনে না।

২০২৪ সালে বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে। এই আবহে কৃষ্ণ নন্দী বলছেন, 'জামায়াতে ইসলাম চায় সাম্প্রদায়িক সম্প্রীতিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একইসাথে দল করবে। এই হিসেবে তারা আমাকে হিন্দু প্রার্থী হিসেবে ওখানে মনোনয়ন দিয়েছে।' বাংলাদেশে জামায়াতের মতো ইসলামপন্থি একটি দলে সনাতন ধর্মাবলম্বীদের যোগদানের কথা অতীতে সেভাবে শোনা যায়নি। এবার, ক্ষমতায় আসতে নিজেদের কট্টর ইসলামপন্থী মনোভাব দূর করতে মরিয়া জামাতে ইসলামি। 

Read more!
Advertisement
Advertisement