চিকিৎসা শেষে ফিরলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। প্রায় চার মাস পরে দেশে ফেরা বিএনপি নেত্রীর। তাঁর শারীরিক সমস্যা ছিল। যে কারণে অসুস্থতা নিয়ে গত ৮ জানুয়ারি বাংলাদেশ থেকে ব্রিটেনে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল।
জানা যায়, কাতারের আমির তাঁর জন্য বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) পাঠান। সেই বিমানে চেপে তিনি লন্ডন যান। সেই বিমানেই আজ তিনি ঢাকায় ফিরেছেন। বাংলাদেশে বেশ কিছুদিন ধরে নির্বাচনের দাবি উঠছে। এই আবহে তাঁর ঢাকায় ফেরা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
খালেদা জিয়া সোমবার রাতে লন্ডনের হিথরো বিমানবন্দর ছাড়েন। কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি নেন। মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করেন।
খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান বিএনপি নেতা-কর্মীরা। বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তাঁর বাসভবন গুলশানের 'ফিরোজা'-য় যান।
গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার (Khaleda Zia) স্বাস্থ্যের ফের অবনতি। গত ৫০ দিন ধরে ঢাকার বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি। গত ৯ অগাস্ট থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
বস্তুত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় খালেদা জিয়ার জেল হয়। ২০২০ সালের ২৫ মার্চ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দণ্ড স্থগিত করে দুটি শর্তে শেখ হাসিনা সরকারের নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় তাঁকে। তখন করোনা মহামারির মধ্যে তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয়। এরপর থেকে পরিবারের আবেদনে ছয় মাস অন্তর তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।