Advertisement

Bangladesh Durga Puja: বাংলাদেশে বাড়ল দুর্গাপুজো, তবে কিছু নিয়ম না-মানলে ছাড়পত্র নয়

দুর্গা পুজোর আর বেশি দেরি নেই। বাঙালির সব থেকে বড় উৎসবকে ঘিরে এখন চূড়ান্ত ব্যস্ততা পুজো কমিটিগুলির। নাওয়া খাওয়ার সময় নেই পুজো উদ্যোক্তাদের। এরাজ্যের ছোট-বড় সব পুজো কমিটির চিত্রটাই এখন এক। ওপার বাংলাতেও চিত্রটা এখন একই রকম।

গোটা বাংলাদেশে এবার পুজো হচ্ছে  ৩২ হাজার ১৬৮টিগোটা বাংলাদেশে এবার পুজো হচ্ছে ৩২ হাজার ১৬৮টি
Aajtak Bangla
  • ঢাকা,
  • 14 Sep 2022,
  • अपडेटेड 11:00 AM IST
  • দুর্গাপুজোর আগে হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন
  • তাই ব্যস্ততা বেড়েছে বাংলাদেশের কুমোরপাড়াতেও
  • দিন-রাত এক করে প্রতিমা গড়ে চলেছেন মৃৎশিল্পীরা

দুর্গা পুজোর আর বেশি দেরি নেই। বাঙালির সব থেকে বড় উৎসবকে ঘিরে এখন চূড়ান্ত ব্যস্ততা পুজো কমিটিগুলির। নাওয়া খাওয়ার সময় নেই পুজো উদ্যোক্তাদের। এরাজ্যের ছোট-বড় সব পুজো কমিটির চিত্রটাই এখন এক। ওপার বাংলাতেও চিত্রটা এখন একই রকম। গোটা বাংলাদেশে এবার পুজো হচ্ছে  ৩২ হাজার ১৬৮টি। গত বছরের চেয়ে সংখ্যাটা বেড়েছে এক হাজারের বেশি।

দুর্গাপুজোর আগে হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন৷ তাই ব্যস্ততা বেড়েছে বাংলাদেশের কুমোরপাড়াতেও৷ দিন-রাত এক করে প্রতিমা গড়ে চলেছেন মৃৎশিল্পীরা৷ অন্যদিকে, ব্যস্ততা বেড়েছে পুজো উদ্য়োক্তা এবং প্রশাসনিক কর্তাব্যক্তিদের মধ্যেও৷ একুশের ভয়াবহ স্মৃতি এখনও টাটকা৷ বাইশে তার পুনরাবৃত্তি ঠেকাতে তাই পুজো কমিটি থেকে প্রশাসন সবাই তৎপর৷

এবার বংলাদেশের প্রতিটি মণ্ডপে অপ্রীতিকর ব্যবস্থা ঠেকাতে যে বিশেষ ব্যবস্থাগুলি রাখা হচ্ছে-

আরও পড়ুন

  • প্রশাসনের তরফে  প্রয়োজন অনুযায়ী  পুলিশ মোতায়েন করা হবে।
  • মণ্ডপগুলোতে ২৪ ঘণ্টা প্যারা মিলিটারি সদস্যদের রাখা হবে।
  •  পুজো কমিটির কয়েকজন সদস্য ২৪ ঘণ্টা মণ্ডপে উপস্থিত থাকবেন।
  • দফায় দফায় ছোট ছোট দলে ভাগ হয়ে মণ্ডপ পাহারা দেবেন উদ্যোক্তারা।
  • মোবাইল ভ্যানে পুলিশের লাগাতার টহল চলবে।
  • উদ্য়োক্তাদের কাছে স্থানীয় থানার ওসি ও জেলার পুলিশ সুপারদের নম্বর থাকবে।
  • প্রয়োজনে সেই নম্বরে ফোন করেও সাহায্য মিলবে।
  • প্রত্য়েকটি মণ্ডপে  সিসিটিভি ক্য়ামেরা লাগাতে হবে।

সেইসঙ্গে, পুজোর দিনগুলিতে সমস্ত পুজোমণ্ডপে বিদ্যুতের সংযোগ অটুট রাখারও নিশ্চয়তা দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের তরফে৷ সব মিলিয়ে আশা-আশঙ্কার দোলাচলেই পুজোর অপেক্ষায় দিন গুণছে ওপার বাংলার হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘু মানুষ৷ ভারতের মতোই আগামী ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজো উদ্‌যাপিত হবে বাংলাদেশে। 

Read more!
Advertisement
Advertisement