৪০ হাজার অত্যাধুনিক 'বডি ক্যাম'। থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও। হাসিনা পরবর্তী বাংলাদেশের প্রথম নির্বাচনের প্রস্তুতির একটি আভাস দিলেন মহম্মদ ইউনুস। প্রযুক্তির মাধ্যমে ভোটকেন্দ্রের ‘সম্পূর্ণ নিরাপত্তা’ সুনিশ্চিত করার আহ্বান জানালেন মুখ্য উপদেষ্টা। তাঁর বক্তব্য, আগামী ফেব্রুয়ারিতেই ভোট। আর সেই ভোটকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্য স্থির করেছেন তিনি। শনিবার ঢাকার সরকারি অতিথিশালা যমুনায় একটি উচ্চপর্যায়ের বৈঠক ছিল। সেখানে ভোট নিয়ে আলোচনা হয়। আর তারপরেই এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি স্পষ্ট জানান, 'যে কোনও মূল্যেই দেশের সব ভোটকেন্দ্রে ১০০% নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য ফেব্রুয়ারির ভোটকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা।'
উল্লেখ্য, আগামী বছর বাংলাদেশের ১৩তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। বৈঠকে ছিলেন প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তায়েব আহমেদ। তিনি জানান, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে।
ফায়েজ তায়েব আহমেদের দাবি, পুলিশের জন্য এই বডিক্যাম ব্যবহারে ভোটকেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার হবে। তাঁর কথায়, 'আমরা চেষ্টা করছি অক্টোবরের মধ্যেই বডিক্যাম সংগ্রহ করতে, যাতে পুলিশ সদস্যরা এর মূল বৈশিষ্ট্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা নিয়ে পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে পারেন।'
প্রধান উপদেষ্টা ইউনুস বৈঠকে নির্দেশ দেন, বডিক্যাম কেনার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে এবং পুলিশ সদস্যদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই প্রযুক্তি ব্যবহারে ভোটকেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শনিবার জানিয়েছেন, আগামী সাধারণ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।
সব মিলিয়ে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা পরিকল্পনা শুরু করেছে। প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট, সরকার এ নির্বাচনে কোনও প্রকার অনিয়ম বা সহিংসতা বরদাস্ত করবে না। বডিক্যামের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগও সেই লক্ষ্য পূরণেরই অংশ। আগামী কয়েক মাসে এই প্রস্তুতি কতটা সফল হয়, তার দিকেই এখন তাকিয়ে গোটা দেশ।