মহম্মদ ইউনূস পদত্যাগ করছেন না। সমস্ত গুঞ্জন উড়িয়ে দিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। প্রথম আলো-সহ বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে এই খবর।
হাসিনা সরকারের বিদায়ের পর অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা হন মহম্মদ ইউনূস। সেই সময় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা তাঁকে সমর্থন জানিয়েছিলেন। তবে সম্প্রতি নানা দাবি দাওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে সমালোচনা ও আন্দোলন শুরু হয়েছে।
এর প্রেক্ষিতে গত ২২ মে, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শোনা যায়। উপদেষ্টা পরিষদের সভার শেষে প্রধান উপদেষ্টা ডঃ মহম্মদ ইউনূস কয়েকজন উপদেষ্টাকে নিয়ে ৪ ঘণ্টা রূদ্ধদার বৈঠক করেন। সেই সময়েই তিনি পদত্যাগের ইঙ্গিত দেন বলে খবর ছড়িয়ে পড়ে।
বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই বৈঠকে মহম্মদ ইউনূস আক্ষেপ করেন যে, বিভিন্ন রাজনৈতিক দলগুলি ও ছাত্রনেতাদের একাংশ সরকারকে সমর্থন করছে না। এভাবে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচনের সম্ভাবনাও বেশ ক্ষীণ। অনিয়ন্ত্রিত নির্বাচন হলে, তার দায় নিতে চান না তিনি।
তবে শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করছেন না বলেই জানা যাচ্ছে। শনিবার দুপুরে শেরেবাংলা নগরে উপদেষ্টা পরিষদের বৈঠক ছিল। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। সেখানেই তিনি পদত্যাগের সমস্ত জল্পনা উড়িয়ে দেন। বলেন, 'উনি তো চলে যাবেন- বলেননি। উনি বলেছেন যে, ‘আমরা যে কাজ ক রছি, আমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে; কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো বড় দায়িত্ব, এটার ওপর নির্ভর করছে ভবিষ্যৎ, বহুবছরের ভবিষ্যৎ, এ দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারব না।'
কিন্তু অসহযোগিতা নিয়ে ইউনূসের দাবির কী হবে?
সেই বিষয়েও এদিন আলোচনা হয়েছে বলে জানান ওয়াহিদউদ্দিন। বলেন, 'দায়িত্ব পালনে যে প্রতিবন্ধকতাগুলি আসছে, সেই নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে কী প্রতিবন্ধকতা হচ্ছে, কার কী সমস্যা হচ্ছে, বিভিন্ন মন্ত্রকে সংস্কার কাজ এগিয়ে নিয়ে যেতে কী উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলো খতিয়ে দেখছি।'