Advertisement

Bangladesh Election: বাংলাদেশে অবশেষে জাতীয় নির্বাচন ঘোষণা ইউনূসের, BNP-র চাপে?

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন করা হবে। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে এ কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে এ খবর জানা গিয়েছে। 

মুহাম্মদ ইউনূস।মুহাম্মদ ইউনূস।
Aajtak Bangla
  • ঢাকা,
  • 06 Aug 2025,
  • अपडेटेड 9:06 AM IST
  • আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন করা হবে।
  • জাতির উদ্দেশে ভাষণে এ কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস।
  • প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার।

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন করা হবে। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে এ কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে এ খবর জানা গিয়েছে। 

নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। যদিও এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সে দলের নেতা আদীব জানিয়েছেন, বিএনপির দাবিকে প্রাধান্য দেওয়া হয়েছে। উল্লেখ্য, সরকারের কাছ থেকে ভোট আদায় করা হবে বলে সরব হয়েছিল বিএনপি। 

২০২৬ সালে রমজান মাসের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সে দেশের প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। গতকালই ছিল জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তির দিন। সেদিনই জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের সময় জানিয়েছেন ইউনূস। 

ঠিক কী বলেছেন ইউনূস

প্রথম আলো সূত্রে খবর, ইউনূস বলেছেন, 'এবার আমাদের সর্বশেষ দায়িত্ব পালনের পালা, নির্বাচন অনুষ্ঠান...আমরা এবার একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করব। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।'

নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়, সে জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন ইউনূস। তিনি বলেছেন,'দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে ১৫ বছর ধরে নাগরিকেরা ভোট দিতে পারেননি। এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দসহ মহাআনন্দে ভোট দিতে চাই।'

প্রসঙ্গত, গত বছর ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে পতন হয় হাসিনা সরকারের। গত ৫ অগাস্ট তড়িঘড়ি করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতে। সেই থেকে ভারতেই রয়েছেন হাসিনা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement