Advertisement

NCP convenor Nahid Islam: হাসিনার আওয়ামী লিগকে নির্বাচনে লড়তে দেওয়া হবে না? ছাত্রদের দল NCP-র জোরাল দাবি

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চান না, ছাত্রদের নতুন দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ছাত্র নেতৃত্বাধীন এই দলনেতা বলেন, "ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করুক তিনি তা চান না।"

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামএনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
Aajtak Bangla
  • ঢাকা,
  • 19 Mar 2025,
  • अपडेटेड 10:02 AM IST

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ চান না, ছাত্রদের নতুন দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একটি সাক্ষাৎকারে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ছাত্র নেতৃত্বাধীন এই দলনেতা বলেন, "ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করুক তিনি তা চান না।"

মঙ্গলবার এক সাক্ষাৎকারে নাহিদ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন 'দ্য ডিপ্লোম্যাট'-কে এ কথা বলেন। এও বলেন, "আওয়ামী লীগের ভিতরে যারা অন্যায় কাজের জন্য দায়ী, তাদের প্রথমে বিচারের মুখোমুখি করতে হবে।"

আরও বলেন, “আমরা একটি গণপরিষদ গঠনের মাধ্যমে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য রেখেছি। যার মাধ্যমে নতুন সংবিধান প্রবর্তন করতে এবং দেশের ক্ষমতার গতিশীলতা পুনর্গঠন করতে চাই।” 

নিজের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে নাহিদ বলেন, "একটি সরকারকে বাইরে থেকে দেখা আর ভfতর থেকে দেখা সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নেয়, তখন বাংলাদেশের জন্য অত্যন্ত সঙ্কটপূর্ণ সময় ছিল। এটি আমার জন্যও চ্যালেঞ্জিং ছিল। আমি সময়ের দাবিতেই পদত্যাগ করে মূলধারার রাজনীতিতে ফিরেছি। এখন আমি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক পথচলা গঠন করতে চাই। নতুন রাজনৈতিক দল চালানো অবশ্যই কঠিন, তবে আমি প্রস্তুত।"

ছাত্র-নেতৃত্বাধীন দল এনসিপি আহ্বায়ক বলেন, "এটি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল। এই আদর্শ আমরা বজায় রাখতে চাই। আমাদের লক্ষ্য নতুন কণ্ঠস্বর, বিশেষ করে তরুণ এবং সব সামাজিক শ্রেণির ব্যক্তিদের জন্য জায়গা তৈরি করা, যারা বছরের পর বছর ধরে ঐতিহ্যবাহী রাজনীতি থেকে বাদ পড়েছে।"

জামাতে ইসলামির প্রসঙ্গে নাহিদ বলেন, "এনসিপি এবং জামায়াতে ইসলামি সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক দল এবং আমাদের অ্যাজেন্ডাও সম্পূর্ণ ভিন্ন। আমাদের মধ্যে কোনও সংযোগ নেই। কিছু দাবিতে মিল থাকতে পারে। যেমন, সাংবিধানিক সংস্কার ও গণপরিষদ গঠনের পক্ষে। কিন্তু আদর্শের অবস্থান ভিন্ন এবং উগ্রবাদের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।"

বাংলাদেশে নির্বাচন প্রসঙ্গে নাহিদ বলেন, আমাদের প্রধান লক্ষ্য আওয়ামীর অপরাধীদের বিচারের আওতায় আনা। দেশে একটি স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা। একটি গণপরিষদ গঠন করা। তাই আপাতত নির্বাচন এনসিপির অগ্রাধিকার নয়। তাই তাঁরা নির্বাচনের জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করছেন না।

Advertisement

Read more!
Advertisement
Advertisement