Advertisement

Bangladesh : ভারতীয় কূটনীতিকদের সঙ্গে গোপন বৈঠক? উত্তর দিলেন জামাত প্রধান

মৌলবাদী সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশের জামাত ইসলামির প্রধান শফিকুর রহমান ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে গোপনে বৈঠক সেরেছেন। এমনই খবর নাকি প্রকাশ করেছিল বাংলাদশের সংবাদমাধ্যমের একাংশ।

শফিকুর রহমান (ফাইল ছবি) শফিকুর রহমান (ফাইল ছবি)
Aajtak Bangla
  • ঢাকা ,
  • 01 Jan 2026,
  • अपडेटेड 10:03 PM IST
  • শফিকুর রহমান কে নিয়ে তীব্র বিতর্ক
  • জবাব দিলেন জামাত প্রধান

মৌলবাদী সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশের জামাত ইসলামির প্রধান শফিকুর রহমান ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে গোপনে বৈঠক সেরেছেন। এমনই খবর নাকি প্রকাশ করেছিল বাংলাদশের সংবাদমাধ্যমের একাংশ। তবে সেই খবরের সত্যতা নেই বলে দাবি করলেন শফিকুর। তিনি জানান, তাঁর অসুস্থতার সময় ২ ভারতীয় কূটনীতিকের সঙ্গে কথা বলেছিলেন। তবে তা নেহাতই সৌজন্য সাক্ষাৎ। 
 
বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে জামাত প্রধান জল্পনার অবসান করতে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান,চিকিৎসা শেষে দেশে ফেরার পর তিনি কূটনীতিকের সঙ্গে দেখা করেছিলেন। যদিও সেই বৈঠকগুলি সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। লেখেন, 'আমি তাঁদের জানিয়েছিলাম, কূটনীতিকদের সঙ্গে বৈঠকগুলি প্রকাশ করে থাকি। এবারও তাই করতে চাই। কিন্তু তাঁরা প্রচার না করতে অনুরোধ করেন। আমরা এতে একমত হই। এতে গোপন কিছু নেই।'

তবে কথিত গোপন বৈঠক সম্পর্কে ভারতের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। ভারতীয় কূটনীতিকরা কারা ছিলেন তাও জানা যায়নি।

ঘটনার সূত্রপাত শফিকুর রহমানের রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকার ঘিরে। সেখানে তিনিই প্রথম জানান, বাইপাস সার্জারির পরে এর শীর্ষস্থানীয় ভারতীয় কূটনীতিকের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন। তখনই অনেকে বলাবলি শুরু করেন, তাহলে কি জামাত প্রধান ভারতের সাহায্য পাওয়ার চেষ্টা করছেন? আর তাতেই নিজের অবস্থান পরিষ্কার করেন শফিকুর। 

তিনি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশকে একহাত নেনে। লেখেন, 'আমি বিস্মিত যে, আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামাত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করেছে। আমি এ ধরনের সংবাদের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।' 
 

Read more!
Advertisement
Advertisement