
ফের ভারতে নাশকতার ছক কষছে পাকিস্তান। আর তাদের এই কাজে সাহায্য করতে উঠেপড়ে লেগে পড়েছে পাক সেনার মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার চিফ হাফিজ সইদ। ইতিমধ্যেই এই জঙ্গি নেতা বাংলাদেশকে ব্যবহার করে ভারতে আক্রমণের ছক কষছে।
আর এই হামলার ছক কিন্তু একদিনের নয়। এর পিছনে একটা বড় প্ল্যান রয়েছে। অনেক দিন ধরেই ধীরে ধীরে সেই ছক অনুযায়ী কাজ করছে পাকিস্তান বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এখন প্রশ্ন হল, ঠিক কীভাবে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতে আক্রমণের ছক করছে হাফিজ সইদ? আসুন প্ল্যানটা বুঝে নেওয়া যাক।
১. সরকার পতন
গতবছর শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলন হয়। গদিচ্যুত হন তিনি। সেনার নির্দেশে দেশ ছেড়ে ভারতে চলে আসেন। তারপর থেকেই বাংলাদেশে শুরু হয়ে যায় অরাজকতা। তাঁর জায়গায় দায়িত্ব নেন মহম্মদ ইউনূস। এরপর থেকে সেই দেশে জামাতের মতো কট্টরপন্থী দলের প্রভাব বাড়তে থাকে। শুরু হয় জিহাদি শিক্ষা।
আর বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশে এই অভ্যুত্থানের পিছনে পাকিস্তানের বিরাট হাত ছিল। এমনকী আমেরিকাও হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সাহায্য করেছে। আর এমন অভিযোগ হাসিনা নিজেও করেছেন।
মাথায় রাখতে হবে, সরকার বদলের পর থেকেই বাংলাদেশে জঙ্গি সংগঠনগুলি মাথা চাড়া দিয়ে উঠছে। সেখানে জিহাদের শিক্ষাই প্রধান হিসাবে বিবেচিত হচ্ছে। আর এটাই ছিল পাক সরকার সহ হাফিজ সইদের প্রথম প্ল্যান। আর সেই কাজে তারা আপাতত সাফল্য পেয়েছে।
২. শুরু হয়ে গিয়েছে বাণিজ্য
১৯৭১ সালের পর থেকে পাকিস্তানের সঙ্গে প্রায় কোনও বাণিজ্য করত না বাংলাদেশ। তবে এ বার সেই ধারারও বদল হয়েছে। তারা ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে শুরু করে দিয়েছে বাণিজ্য। প্রথমত চালের মাধ্যমে বাণিজ্য শুরু হয়েছে। সেই মতো পাকিস্তান থেকে জাহাজও আসতে শুরু করেছে বাংলাদেশে। আর বিশেষজ্ঞদের একাংশ তাতেই অশনি সংকেত দেখছে। তাদের মতে, এই বাণিজ্যের নেপথ্যে অন্য কোনও ছক থাকতে পারে। পাকিস্তান থেকে আগত জাহাজগুলিতে অস্ত্রও আসতে পারে বলে মনে করছেন তারা।
৩. বদলে গিয়েছে ভিসা পলিসি
ইউনূস সরকারের আমলে বদলে গিয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ভিসা পলিসি। এখন অফিশিয়াল এবং ডিপ্লোমেটিক পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই পাকিস্তানিরা যেতে পারবে বাংলাদেশ। আর এই সুযোগটাকেও হাফিজ সইদ কাজে লাগাচ্ছে বলে খবর। এই সুযোগে তারা নিজেদের জঙ্গিনেতাদের বাংলাদেশ পাঠাচ্ছে। আর সেটা পাক সরকারের সাহায্যেই হচ্ছে বলে অভিযোগ।
৪. আর্মি অফিশিয়ালদের আনাগোনা
পাক সেনায় হাফিজ সইদের বিরাট কদর। আর সেই জায়গাটাকে ব্যবহার করেই বাংলাদেশে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে এই জঙ্গি নেতা। সেই কারণে পাক আর্মির আধিকারিকরা মাঝে মধ্যেই বাংলাদেশে আসছে। তারা ভারতের বিপক্ষে ঘুঁটি সাজাচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের।
৫. বাংলাদেশে চলছে জিহাদের ট্রেনিং
বাংলাদেশে পৌঁছে গিয়েছে হাফিজের এক সহযোগী। সে বাংলাদেশের যুবকদের দিচ্ছে জিহাদের ট্রেনিং। পাশাপাশি জঙ্গি প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলেও একটি রিপোর্টে জানান হয়েছে।
তাই এখন ভারতকে অবশ্যই চোখকান খোলা রাখতে হবে। কারণ, এককালের বন্ধু বাংলাদেশ এখন শত্রুর সঙ্গে মিত্রতায় গিয়েছে। তাই তাদের থেকে সাবধান থাকা ছাড়া সত্যিই কোনও উপায় নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।