Advertisement

Terror Groups: বাংলাদেশি উগ্রবাদীদের সঙ্গে লস্কর-হামাস, ভারতের বিরুদ্ধে কী ষড়যন্ত্র?

আবার জঙ্গিদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে পাকিস্তান। আর সেটাই ভারতীয় সিকিউরিটি এজেন্সিগুলির জন্য খুবই চিন্তার কারণ। আসলে কিছুদিন আগেই হামাস নেতাদের লস্করে তৈবা এবং জইশ-ই-মহম্মদের সঙ্গে একসঙ্গে দেখা গিয়েছে। তাদের পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে একসঙ্গে দেখা গিয়েছে।

জঙ্গিদের জোটজঙ্গিদের জোট
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 09 Jan 2026,
  • अपडेटेड 1:46 PM IST
  • আবার জঙ্গিদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে পাকিস্তান
  • ভারতীয় সিকিউরিটি এজেন্সিগুলির জন্য খুবই চিন্তার কারণ
  • হামাস নেতাদের লস্করে তৈবা এবং জইশ-ই-মহম্মদের সঙ্গে একসঙ্গে দেখা গিয়েছে

আবার জঙ্গিদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে পাকিস্তান। আর সেটাই ভারতীয় সিকিউরিটি এজেন্সিগুলির জন্য খুবই চিন্তার কারণ। আসলে কিছুদিন আগেই হামাস নেতাদের লস্করে তৈবা এবং জইশ-ই-মহম্মদের সঙ্গে একসঙ্গে দেখা গিয়েছে। তাদের পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে একসঙ্গে দেখা গিয়েছে।

আর বর্তমানে পরিস্থিতি আরও একটু জটিল দিকে মোড় নিয়েছে। হামাসের নেতা নাজি জাহির পাকিস্তান মারকাজি মুসলিম লিগ (PMML)-এর আয়োজিত একটা মিটিংয়ে অংশগ্রহণ করেছিল। আর এই PMML সংগঠনটি LeT দ্বারা স্বীকৃত। জানলে অবাক হবেন, LeT-এর মতো PMML-কেও আমেরিকা জঙ্গি সংগঠন বলে দাগিয়ে দিয়েছে। আর এটাই এখন চিন্তার বিষয় ভারতের কাছে। কারণ, এই মিটিং থেকে বোঝা যায় যে হামাস এবং পাকিস্তানের জঙ্গি সংগঠন Let এবং JeM এখন একসঙ্গে আসার চেষ্টা করছে।

হামাস এবং LeT-এর জোটের শুরু

পাকিস্তান যে জঙ্গিদের স্বর্গরাজ্য, এটা আর নতুন কথা নয়। আর সেই ট্রেন্ডই নতুন রূপ নিচ্ছে। আসলে সম্প্রতি হামাসের কম্যান্ডার নাজি হাজির পাকিস্তানের গুজরানওয়ালার একটি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিল। তার সঙ্গে স্টেজে দেখা যায় Let কম্যান্ডার রাশিদ আলি সান্ধু। আর অনুষ্ঠানটির আয়োজন করেছিল PMPL। আর PMPL হল Let-এর রাজনৈতিক মুখোশ। একেও জঙ্গি সংগঠন বলে নিষিদ্ধ করে রেখেছে আমেরিকা।

এখানেই শেষ নয়, ফেব্রুয়ারি ২০২৫-এ হামাস নেতা Let এবং Jem একসঙ্গে মিলে রাওয়ালকোটে একটি ভারত বিরোধী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

যদিও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই জোট নতুন কিছু নয়। এর আগেও এমন হয়েছে। রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ২০২৫ সালে হামাস ISI-এর সঙ্গে মিলে ভারতকে অস্থির করে তোলার চেষ্টা করছে।

কেন একসঙ্গে আসছে এতগুলি জঙ্গি সংগঠন?

হামাসের সঙ্গে জোট করলে Let এবং Jem-এর লাভ রয়েছে। তারা জানতে পারবে যে কীভাবে বড় স্কেলে ভারতের উপর আক্রমণ চালানো যায়।

এখানে আরও একটা কথা মাথায় রাখতে হবে যে পাকিস্তানের ISI ভারতের বিরুদ্ধে বারবার জঙ্গিহানার উস্কানি দিয়ে এসেছে। এই জঙ্গি জোটের ফলে তাদেরও সুবিধা হবে।

Advertisement

কী হতে পারে?

মাথায় রাখতে হবে বর্তমানে হামাসের একার কিছু করার ক্ষমতা নেই। তবে LeT এবং JeM মিলে তাদের শক্তি বাড়তে পারে। যার ফলে পেহেলগামের মতো আক্রমণের আশঙ্কা বাড়তে পারে।

বাংলাদেশ নিয়েও চিন্তা রয়েছে

বাংলাদেশে শেখ হাসিনার পতনের পর থেকেই ভারত বিরোধীতা বেড়েছে। সেখানে উগ্র ইসলাম মানসিকতা বৃদ্ধি পাচ্ছে। আর তার লাভ তুলছে পাকিস্তানের ISI, তাদের আধিকারিকরা সেখানে যাচ্ছে। তারা জামাতই ইসলামী এবং LeT-কে বাংলাদেশে শিকড় বাড়তে সাহায্য করছে পাকিস্তান। তাদের নেটওয়ার্ক যাতে বাড়ে, সেটা নিশ্চিত করা হচ্ছে। আর সেখানেই ভারতের বিপদ।

তাই ভারতকে এখন সতর্ক থাকতে হবে। RAW, IB এবং IB কে রাতদিন এক করে কাজ করতে হবে। তাহলেই আগাম কোনও বিপদ থেকে দূরে থাকা যাবে।

Read more!
Advertisement
Advertisement