Advertisement

Shakib Vs Nisho: 'আমার পরিচয় পাবলিক দেবে- আমি না’, নিশোকেই কি খোঁচা শাকিবের?

ইদে বাংলাদেশের সিনেমা জগতে খুশির হাওয়া। হলগুলিতে উপচে পড়ছে দর্শকদের ভিড়। তবে লড়াইটা মূল হচ্ছে শাকিব খানের প্রিয়তমার সঙ্গে আফরান নিশোর সুড়ঙ্গ। আর পর্দায় লড়াইয়ের মত বাস্তবেও বাকযুদ্ধে নেমে পড়েছেন শাকিব ও নিশো।

নিশো-শাকিব টক্করনিশো-শাকিব টক্কর
Aajtak Bangla
  • ঢাকা,
  • 11 Jul 2023,
  • अपडेटेड 12:18 PM IST

ইদে বাংলাদেশের সিনেমা জগতে খুশির হাওয়া। হলগুলিতে উপচে পড়ছে দর্শকদের ভিড়। তবে লড়াইটা মূল হচ্ছে শাকিব খানের প্রিয়তমার সঙ্গে আফরান নিশোর সুড়ঙ্গ। আর পর্দায় লড়াইয়ের মত বাস্তবেও বাকযুদ্ধে নেমে পড়েছেন শাকিব ও নিশো। 

সাম্প্রতি অভিনেতা আফরান নিশোর একটি মন্তব্যকে ঘিরে মিডিয়াপাড়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। কেউ কেউ মনে করছেন, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে ইঙ্গিত করেই এমনটা বলেছেন নিশো। এজন্য শাকিব ভক্তরা নিশোকে বয়কটের ডাক দিয়েছেন। পাশাপাশি আনফলো করছেন নিশোর ফেসবুক পেজ।  

 সংবাদিক সম্মেলনে নিশো জানিয়েছিলেন, তিনি সো-কল্ড ওই হিরো না যে বিয়ে করে স্ত্রীর খবর লুকিয়ে রাখবেন। সন্তানের কথা বলবেন না।
নিশো নাম উল্লেখ না করলেও এই কটাক্ষ শাকিবকে করা হয়েছে বলেই মনে করছেন বাংলাদেশের সিনেমাপ্রেমী মানুষজন। কারণ শাকিব খান-অপু বিশ্বাস ও বুবলির সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এদিকে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব খান। সেখান থএকেই ইজ্ঞিতবাহী মন্তব্য করেছেন শাকিব।

 

ফেসবুকে একটি পোস্টে শাকিব খান লিখেছেন, ‘আমি নিজের ঢোল নিজে পেটাই না, আমার পরিচয় পাবলিক দেবে- আমি না!’ নায়কের পোস্ট দেওয়ামাত্রই ভাইরাল হয়ে যায়। এ পোস্ট নিয়েও নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনা।  প্রশ্ন ঘুরপাক খাচ্ছে— কাকে উদ্দেশ্য করে ‘ঢোল পেটানো’র কথাগুলো বলেছেন শাকিব।

এদিকে প্রিয়তমা এবং সুড়ঙ্গ দুটি  ছবিই বাংলাদেশ বাজারে হিট।  প্রথম সাত দিনে শুধুমাত্র সিনেপ্লেক্সে বিক্রি হয়েছে সুড়ঙ্গ সিনেমাটির দুই কোটি ৫০ লাখ টাকার টিকিট। অন্যদিকে প্রিয়তমা সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান বলছে,  ৩১৫০ টিরও বেশি শো’তে ১০ কোটি ৩০ লাখ টাকার টিকেট বিক্রি হয়েছে শাকিবের ছবির।  এই হিসাবে ইদের দুই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি করা প্রকাশিত তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম সাত দিনে টিকিট বিক্রিতে শাকিবের চেয়ে ৭ কোটি ৮০ লাখ টাকা পিছিয়ে নিশো। তবে এখানে সুড়ঙ্গ  সিনেমার বাকি হলের তথ্য প্রকাশ্যে নিয়ে এলে এই হিসাব কিছুটা কমবে। যদিও জল্পনা যে প্রিয়তমার যে আয় দাবি করা হচ্ছে তা সঠিক নয়। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement