Advertisement

Sheikh Hasina New Message: 'আমি ফিরব... পুলিশকর্মীদের মৃত্যুর প্রতিশোধ নেব', বাংলাদেশকে বড় বার্তা শেখ হাসিনার

Sheikh Hasina on Bangladesh: বাংলাদেশে অশান্তির পরিস্থিতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে দায়ী করলেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর অভিযোগ, 'মহম্মদ ইউনূস সন্ত্রাসবাদীদের ছেড়ে দিয়ে দেশের পরিস্থিতি আরও খারাপ করছেন।'

কেন এমনটা বললেন শেখ হাসিনা?( ফাইল ছবি)কেন এমনটা বললেন শেখ হাসিনা?( ফাইল ছবি)
Aajtak Bangla
  • 18 Feb 2025,
  • अपडेटेड 12:05 AM IST

Sheikh Hasina on Bangladesh: বাংলাদেশে অশান্তির পরিস্থিতির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে দায়ী করলেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর অভিযোগ, 'মহম্মদ ইউনূস সন্ত্রাসবাদীদের ছেড়ে দিয়ে দেশের পরিস্থিতি আরও খারাপ করছেন।'

২০২৪ সালের অগাস্টে তীব্র ছাত্র আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লিগ সরকার ক্ষমতাচ্যুত হয়। সেদিনই হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। সম্প্রতি, নিহত পুলিশ আধিকারিকদের পরিবারদের সঙ্গে এক ভার্চুয়াল আলোচনায় যোগ দেন শেখ হাসিনা। সেখানে তিনি বলেন, ‘ইউনূস সব তদন্ত কমিটি ভেঙে দিয়েছেন। সন্ত্রাসবাদীদের মুক্ত করে মানুষকে হত্যার সুযোগ করে দিয়েছেন। তারা বাংলাদেশ ধ্বংস করছে।’

এই আলোচনার ভিডিও মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে শেখ হাসিনাকে নিহত পুলিশকর্মীদের পরিবারকে সান্ত্বনা দিতে দেখা যায়। তিনি বলেন, ‘আমি দেশে ফিরব এবং আমাদের পুলিশদের হত্যার প্রতিশোধ নেব।’ তিনি আরও জানান, আওয়ামী লিগ সরকারের পতনের সময় তিনিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তিনি বলেন, ‘সর্বশক্তিমান হয়তো আমাকে কোনও ভাল কাজ করার জন্যই বাঁচিয়ে রেখেছেন।’

শেখ হাসিনা বলেন, ‘মহম্মদ ইউনূসের কখনও সরকার চালানোর অভিজ্ঞতা নেই। আমাদেরই এই অরাজকতা বন্ধ করতে হবে।’ আওয়ামী লিগের 'ইউরোপ চ্যাপ্টারে'র নেতা নজরুল ইসলাম এই আলোচনার আয়োজন করেছিলেন।

এর আগেও সোশ্যাল মিডিয়ায় শেখ হাসিনা অভিযোগ তুলেছিলেন যে, মুহম্মদ ইউনূস সুদীর্ঘ পরিকল্পনার মাধ্যমে তাঁর সরকারকে উৎখাত করে বাংলাদেশের ক্ষমতা দখলের ষড়যন্ত্র করেছেন।

রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার দফতরের (OHCHR) এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই-অগাস্টে বাংলাদেশে বিক্ষোভ ও সংঘর্ষে প্রায় ১,৪০০ জন নিহত হয়েছেন। ১ জুলাই থেকে ১৫ অগাস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লিগ সমর্থক ও সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলার রিপোর্ট প্রকাশ্যে আসে।

আলোচ্য প্রতিবেদনে আরও বলা হয়েছে, আওয়ামী লিগ সরকার আন্দোলনকারীদের দমন করতে গিয়ে ‘শত শত বিচারবহির্ভূত হত্যা’ চালিয়েছিল। তবে পাল্টা পুলিশ কর্মীরাও আন্দোলনের মুখে প্রাণ হারান। পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় ৪৪ জন পুলিশ আধিকারিক ও কর্মী এই আন্দোলনে প্রাণ হারান।

Advertisement

রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে বলা হয়েছে, আওয়ামী লিগ সরকারের পতনের আগে ও পরে দেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৪৫০টিই হামলার কবলে পড়ে। শেখ হাসিনা দেশ ছাড়ার পর এই প্রতিহিংসামূলক হামলার ঘটনা বেড়ে যায়। বহু পুলিশকর্মী প্রাণভয়ে থানা ছেড়ে দিতে বাধ্য হন।  

Read more!
Advertisement
Advertisement