২০২৪ সালের জুলাই মাসে ছাত্র আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন খোদ শেখ হাসিনা! সূত্রের খবর, ফাঁস হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর একটি অডিও ক্লিপ। আর সেই ক্লিপ থেকে এমনই তথ্য মিলেছে। জানা গিয়েছে, ওই অডিওতে প্রাক্তন প্রধানমন্ত্রীকে এক উচ্চপদস্থ সরকারি অফিসারের সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে। সেই কথোপকথনের সময়েই তিনি আন্দোলনকারীদের উপর গুলি চালানোর অর্ডার দিয়েছেন। বিবিসিতে প্রকাশিত একটি রিপোর্ট বলছে এমনটাই। যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in. পাশাপাশি অডিওটির আদৌ কোনও ফরেনসিক পরীক্ষা হয়েছে কি না, তা-ও জানা যায়নি।
কী শোনা গিয়েছে অডিওতে?
অডিওতে শোনা গিয়ছে, শেখ হাসিনা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কোনও কর্তাকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিচ্ছেন। সঙ্গে এ-ও বলছেন, যে প্রান্তে আন্দোলনকারীদের দেখা যাবে, খুঁজে বের করে গুলি চালান। এই অডিও যাচাই করেছে বিবিসি সংস্থা।
রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট অনুযায়ী, অন্তত ১ হাজার ৪০০ বাংলাদেশিকে খুন করা হয়েছিল ২০২৪ সালের জুলাই এবং অগাস্ট মাসে। সরকারি চাকরিতে সংরক্ষণ ইস্যুতে সে সময়ে বাংলাদেশ ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল। পরবর্তীতে এই আন্দোলনের চাপেই পতন হয় বাংলাদেশের আওয়ামি লীগ সরকারের। ৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে আসেন ভারতে।সেই থেকে দিল্লিতেই রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ করে রেখেছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার।
জুলাই আন্দোলনের সময়ে গণহত্যায় অভিযুক্ত হয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশে স্পেশাল ট্রাইব্যুনালে মামলা চলছে তাঁর নামে। এবার এই লিক হওয়া অডিও টেপ শেখ হাসিনার বিরুদ্ধে চলা মামলায় গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।