বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লিগ। এ নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে পঞ্চমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লিগ। জানা যাচ্ছে, সব আনুষ্ঠানিকতা শেষে আগামী সপ্তাহেই নতুন সরকার গঠিত হতে পারে। হাসিনা সরকারের মন্ত্রিসভায় এবার নতুন মুখের সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে। এক বা একাধিকবার নির্বাচিত, বয়সে তরুণ, বিশ্বের দরবারে যোগাযোগ ভালো, প্রশাসনিকসহ নানা কাজে অভিজ্ঞ, তাদের নতুন মুখ হিসাবে মন্ত্রিসভায় নিয়ে আসতে পারেন শেখ হাসিনা। জানা যাচ্ছে, নতুন সরকার নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় এমন নেতাদের সামনে আনার চিন্তা করছে আওয়ামী লিগের হাইকমান্ড। এর পাশাপাশি পুরোনোদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। সব মিলে নতুন ও পুরোনোর সম্মিলন ঘটিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হতে পারে মধ্য জানুয়ারির আগেই।
প্রসঙ্গত, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে দুটি স্থগিত রয়েছে। বাকি ২৯৮টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লিগ। এর আগের চারবারের মতো এবারও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা দায়িত্ব নিচ্ছেন— এ বিষয়ে কোনো সন্দেহ নেই আওয়ামী লিগে। ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লিগ। এ নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে পঞ্চমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দলটি। হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছেন ছবি পরিষ্কার হতেই ভারত, রাশিয়া, চিন, ফিলিপিন্স, সিঙ্গাপুর, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানান।
জানা যাচ্ছে, আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন সরকারের মন্ত্রিসভা গঠিত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদায়ী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, আমার মনে হচ্ছে আগামী ১৫ জানুয়ারির মধ্যে গঠিত হয়ে যাবে। এর আগে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লিগ। তবে, এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ও বিতর্ক হয়েছিল। নির্বাচনে আওয়ামী লিগ, জাতীয় পার্টি ও জোটসঙ্গীরা ২৮৮টি আসন পায়। বিএনপি ও ঐক্যফ্রন্ট পায় মাত্র সাতটি। তিনটি আসন পায় অন্যরা। ২০১৯ সালের ৬ জানুয়ারি মন্ত্রিসভা গঠন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার আকার হয় ৪৭ জনের। এর মধ্যে নতুন মুখ ছিলেন ৩১ জন।
এবার বাংলাদেশের জাতীয় সংসদে নবনির্বাচিতদের তালিকা বা ফল সরকারি গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার বিকেলেই তাদের নামের তালিকা প্রকাশ করে গেজেট আকারে প্রকাশের জন্য প্রেসে পাঠানো হয়েছে। আজকের মধ্যে গেজেট ইসির হাতে পৌঁছাবে বলে জানা গেছে। আইন অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। শপথ গ্রহণের অব্যবহিত পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন। আজ মঙ্গলবার নবনির্বাচিত এমপিদের আসন ভিত্তিক গেজেট প্রকাশ করা হবে। আগামীকাল বুধ বা পরদিন বৃহস্পতিবার নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হতে পারে। এর পরে নতুন সরকার গঠন করা হবে। ইতোমধ্যে শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।