দিল্লির পর এবার মুম্বই। বাণিজ্য নগরীর নালাসোপাড়া থেকে গ্রেফতার ১৩ বাংলাদেশি। তাঁদের মধ্যে রয়েছেন ৫ পুরুষ, ৪ মহিলা ও ৪ শিশু। ঘাটকোপার থানার সিনিয়র ইন্সপেক্টর অবিনাশ কালদাতে জানিয়েছেন, ২০২৪ সালের ১০ ডিসেম্বর থেকে বাংলাদেশি বিরোধী অভিযান শুরু হয়েছিল। সেদিন বাংলাদেশি নাগরিক মহম্মদ আলি আহমেদ মিয়ান শেখকে আটক করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, সেই মহম্মদ আলি আহমেদ মিয়ান শেখকেই জিজ্ঞাসাবাদ করে বাকি বাংলাদেশিদের সন্ধান মেলে। অভিযুক্ত ব্যক্তি সেই সময় জানিয়েছিল, নালাসোপাড়া এলাকায় আরও কিছু বাংলাদেশি নাগরিক রয়েছে। তারপরই পুলিশ হানা দিয়ে আরও ১৩ জনকে গ্রেফতার করে।
ধৃতদের নাম তৈবুর আজগর শেখ, আলম আজগর শেখ, মিজানু সালাম শেখ, আবদুল সিরাজ শেখ, মুরাদ মিজানুর শেখ, রত্না তাইবুর শেখ, আমিনা মুরাদ শেখ, সাবিনা আবদুল্লাহ শেখ ও কোহিনুর মিজানুর শেখ। এদের সঙ্গে ৪ শিশুও রয়েছে।
তদন্তকারীরা জানতে পেরেছেন, পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বাংলাদেশিরা। এরপর তারা ট্রেনে করে মুম্বই পৌঁছয়। এখানে শ্রমিকের কাজ করত। এরা ভারতের জাল নথি তৈরির সঙ্গে যুক্ত কি না বা হাতে জাল নথি পেয়েছিল কি না তা খতিয়ে দেখছে।
এদিকে এতজন বাংলাদেশি গ্রেফতার হওয়ার পর নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। এলাকায় কোনও সন্দেহভাজন ব্যক্তি দেখলেই পুলিশকে খবর দেওয়ার আবেদন করা হয়েছে। প্রসঙ্গত, দিল্লিতেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হয়েছে।