
২৪ ঘণ্টার মধ্যে দু’টি খুন। ফের বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের অভিযোগ। দু’দিনে দু’টি ভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের দু’জনের মৃত্যু ঘিরে ফের প্রশ্নের মুখে সেদেশে সংখ্যালঘু নিরাপত্তা। স্থানীয়দের একাংশের অভিযোগ, একের পর এক হিংসার ঘটনাতে আতঙ্কে সংখ্যালঘু হিন্দুরা। সর্বশেষ ঘটনা শনিবার সকালের। অভিযোগ, গাজীপুর জেলার কালীগঞ্জ এলাকায় সকাল ১১টা নাগাদ পিটিয়ে হত্যা করা হয় হিন্দু হোটেল ব্যবসায়ী লিটন চন্দ্র ঘোষ ওরফে কালী (৬০)-কে। এলাকায় 'বৈশাখী সুইট অ্যান্ড হোটেল' নামে একটি হোটেল চালাতেন লিটন ঘোষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হোটেলের কর্মী অনন্ত দাসের সঙ্গে এক ক্রেতার সামান্য কথা কাটাকাটি হয়। সেই তর্কই দ্রুত হাতাহাতির রূপ নেয়।
পরিস্থিতি সামাল দিতে কর্মীকে বাঁচাতে এগিয়ে যান লিটন ঘোষ। অভিযোগ, সেই সময় হামলাকারীরা তাঁর উপরই চড়াও হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, লিটন ঘোষকে ঘুষি ও লাথি মারা হয়। পাশাপাশি একটি বেলচা দিয়েও আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় বাসিন্দারা কিছু করার আগেই মৃত্যু হয় হোটেল ব্যবসায়ীর।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, সামান্য কারণে বিবাদ থেকেই এই ঘটনা হিংসাত্মক রূপ নেয়। তবে ঘটনার পূর্ণ তদন্ত চলছে বলে জানিয়েছে প্রশাসন। লিটন ঘোষের মৃত্যুর পরে কালীগঞ্জ এলাকায় শোকের আবহ। ছড়িয়েছে উত্তেজনাও। দোষীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
এর ঠিক এক দিন আগেই বাংলাদেশের রাজবাড়ী জেলায় আরও এক হিন্দু যুবকের মৃত্যুর ঘটনা সামনে আসে। রাজবাড়ী জেলার সদর উপজেলায় ৩০ বছরের রিপন সাহাকে গাড়ি চাপা দিয়ে খুন করার অভিযোগ ওঠে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এই ঘটনা ঘটে। ঘটনার পরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রিপন সাহা রাজবাড়ীর গোলন্দা মোড়ের কাছে করিম ফিলিং স্টেশনে কাজ করতেন। অভিযোগ, এক গাড়িচালক পেট্রোল পাম্প থেকে জ্বালানি নেওয়ার পর টাকা দিতে অস্বীকার করেন। রিপন তাঁকে আটকানোর চেষ্টা করতেই অভিযুক্ত ইচ্ছাকৃত ভাবে গাড়ি তাঁর উপর তুলে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রিপনের।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়ির মালিক আবুল হাশেমকে গ্রেফতার করা হয়েছে। তিনি বিএনপির রাজবাড়ী জেলা কমিটির প্রাক্তন কোষাধ্যক্ষ বলে পরিচিত। পাশাপাশি গাড়িচালক কামাল হুসেনকেও বানিভান নিপাড়া গ্রাম থেকে আটক করেছে পুলিশ।
পরপর এই দু’টি ঘটনায় ফের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ২৪ ঘণ্টার ব্যবধানে দু’জনের মৃত্যুর ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ, দুই-ই ক্রমশ বাড়ছে পড়শি দেশে।