
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবস্থা এখনও সঙ্কটজনক। এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। বিএনপি-র অসুস্থ নেত্রীর শারীরিক অবস্থা খতিয়ে দেখতে ও প্রয়োজনীয় সাহায্যের জন্য় এবার ব্রিটেন থেকে আসছে চিকিৎসকদের এক প্রতিনিধি দল। এই তথ্য দিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।
জাহিদ হোসেন সংবাদমাধ্যমকে জানান, 'ব্রিটেন থেকে আসা বিশেষজ্ঞরা জিয়ার জন্য যে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে সেখানে যোগ দেবেন।' যদিও আগেই একাধিক দেশের বিখ্যাত চিকিৎসকদের নিয়ে এই বোর্ড তৈরি হয়েছে। তাঁরাই প্রাক্তন প্রধানমন্ত্রীকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন। সেই বোর্ডে রয়েছেন ভারত, চিন, আমেরিকা, কাতার, সৌদি আরব এবং পাকিস্তানের প্রতিনিধিরা। এর আগে বাংলাদেশ পৌঁছেছে চিনের এক প্রতিনিধি দল।
ভালো চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে কেন পাঠানো হচ্ছে না? সেই প্রশ্ন তুলেছিলেন বিএনপি সমর্থকরা। তার উত্তরে জাহিদ হোসেন বলেন, নেত্রীর শারীরিক অবস্থা ভালো নেই। তাই তাঁকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে না। তাঁর দাবি, 'আমরা সবরকমের প্রস্তুতি নিয়েছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রোগীর বর্তমান অবস্থা। এই মুহূর্তে মেডিকেল বোর্ডের সুপারিশের বাইরে আমাদের কোনও কাজ করার সুযোগ নেই। তারা এখন বাইরে নিয়ে যেতে চাইছে না। তবে তাঁর চিকিৎসায় কোনও গাফিলতি রাখা হচ্ছে না। সমগ্র জাতির প্রার্থনায় তিনি সুস্থ হয়ে উঠবেন, এই আশা রাখি।'
বিএনপি ইউনিট এবং সমর্থকরা জিয়ার আরোগ্যের জন্য ঢাকা, রাজশাহি, চট্টগ্রাম, বরিশাল, সিলেট এবং ময়মনসিংহ-সহ সারা বাংলাদেশে বিশেষ প্রার্থনা করেন। অনেক সমর্থক তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তাও পোস্ট করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার জানিয়েছেন, জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য ভারত সরকার প্রস্তুত।
প্রসঙ্গত, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে ঢাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নীরিক্ষায় জানা যায়, প্রাক্তন প্রধানমন্ত্রীর হার্ট ও ফুসফুসে সংক্রমণ রয়েছে। তারপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।