Advertisement

Singer Death: প্রয়াত 'লালন কন্যা' ফরিদা পারভিন, বয়স হয়েছিল ৭১

Singer Death: প্রয়াত 'লালন কন্যা' খ্যাত গায়িকা ফরিদা পারভীন। শনিবার, ১৩ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে মারা যান বলে জানা গিয়েছে। মৃত্যুকালে ফরিদা পারভীনের বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন গায়িকা। তবে কিছুদিন ধরে পরিস্থিতির অবনতি ঘটায়, সপ্তাহে দুই দিন তাঁকে ডায়ালাইসিস করাতে হয়।

প্রয়াত ফরিদা পারভীনপ্রয়াত ফরিদা পারভীন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2025,
  • अपडेटेड 2:23 PM IST
  • প্রয়াত 'লালন কন্যা' খ্যাত গায়িকা ফরিদা পারভীন।

প্রয়াত 'লালন কন্যা' খ্যাত গায়িকা ফরিদা পারভীন। শনিবার, ১৩ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে মারা যান বলে জানা গিয়েছে। মৃত্যুকালে ফরিদা পারভীনের বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন গায়িকা। তবে কিছুদিন ধরে পরিস্থিতির অবনতি ঘটায়, সপ্তাহে দুই দিন তাঁকে ডায়ালাইসিস করাতে হয়। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাঁকে। কিন্তু ডায়ালাইসিসের পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপরই তড়িঘড়ি তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।

গত বুধবার অবস্থার অবনতি হওয়ায় গায়িকাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শনিবার রাতে ফরিদা পারভীন না ফেরার দেশে চলে যান। চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। ফরিদা পারভীনকে বলা হত 'লালনসম্রাজ্ঞী' বা 'লালন কন্যা'। লালন সাঁইজির গানের প্রসঙ্গ উঠলে প্রথমেই বাঙালির কানে ভেসে উঠত তাঁর কণ্ঠস্বর। দীর্ঘ সংগীতজীবনে তিনি লালনের গানকে বিশ্বপরিসরে পৌঁছে দিয়েছিলেন। 

১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভীন গানে গাবে কাটিয়েছেন ৫৫ বছর। শৈশবেই শুরু হয় গানের হাতেখড়ি। মাত্র চার-পাঁচ বছর বয়সে ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে প্রথম গান শেখা। তারপর নজরুলসংগীত দিয়ে তাঁর শিল্পীজীবনের সূচনা। ১৯৬৮ সালে মাত্র ১৪ বছর বয়সে তিনি রাজশাহী বেতারে তালিকাভুক্ত নজরুলসংগীতশিল্পী হন। স্বাধীনতার পর কুষ্টিয়ার দোলপূর্ণিমার মহাসমাবেশে প্রথমবারের মতো লালনের গান পরিবেশন করেন ফরিদা পারভীন। সেই গান ছিল—‘সত্য বল সুপথে চল’। শ্রোতার আবেগ, উচ্ছ্বাস আর প্রশংসা তাঁকে বুঝিয়ে দিয়েছিল, এই পথেই তাঁর যাত্রা। পরে আধুনিক গান দিয়ে ফরিদা পারভীনের যাত্রা শুরু হলেও জীবনের বেশির ভাগ সময় কেটেছে লালন সাঁইয়ের গান গেয়ে। যখন থেকে লালনের গান গাওয়া শুরু হয়েছিল, তারপর আর থেমে থাকেননি। দেশের পাশাপাশি বিশ্বদরবারেও তিনি লালন সাঁইয়ের বাণী ও সুরের প্রচারে কাজ করে গিয়েছেন। জাপান, সুইডেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য-সহ বহু দেশে লালনসংগীত পরিবেশন করেছেন।

Advertisement

লালনসংগীতে অবদানের জন্য ১৯৮৭ সালে বাংলাদেশ সরকারের একুশে পদক পান ফরিদা পারভীন। ১৯৯৩ সালে ‘অন্ধ প্রেম’ সিনেমার ‘নিন্দার কাঁটা’ গানটির জন্য শ্রেষ্ঠ সংগীতশিল্পী (নারী) হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৮ সালে তিনি জাপানের ফুকুওয়াকা পুরস্কার লাভ করেন। 

Read more!
Advertisement
Advertisement