
বৃহস্পতিবার রাত থেকেই অশান্ত বাংলাদেশ। গত বছর জুলাই আন্দোলন থেকে উঠে আসা নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পরই এমন অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। সারা দেশে চলছে বিক্ষোভ। শুরু হয়েছে ভাঙচুর। আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে একাধিক জায়গায়। আর এমন পরিস্থিতিতে ইউনূস সরকারের দিকে আঙুল তুলছে বাংলাদেশ আওয়ামী লিগ। তাদের পক্ষ থেকে সমাজমাধ্যমে একের পর এক পোস্ট করে ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
কী চলছে বাংলাদেশে?
বাংলাদেশ এখন নৈরাজ্যের শিকার। কাল রাতেই 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' নামে বাংলাদেশের সবচেয়ে বড় দু'টি সংবাদমাধ্যমের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে খবর। এখানেই শেষ নয়, রাজশাহীতে শেখ মুজিবুর রহমানের বাসভবন এবং আওয়ামী লিগের একটি অফিসেও অগ্নিসংযোগ করা হয়। আর এই সব বিষয় নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে আওয়ামী লিগ।
তাদের পক্ষে একটি ভাঙচুরের ভিডিও পোস্ট করে লেখা হয়, 'এই লুটপাট আর মবের রাজ্য কায়েম করেছে ইউনুস, এনসিপি আর #জঙ্গি গোষ্ঠী।
বাংলাদেশ আজ মবের রাজ্য।
এদেরকেও দায়মুক্তি দেবে ইউনূস।'
পাশাপাশি প্রথম আলোর দফতরে আগুন লাগানোর ঘটনারও নিন্দা করে আওয়ামী লিগ। সেই ভিডিও পোস্ট করে আওয়ামী লিগের ফেসবুক হ্যান্ডেলে লেখা হয়, জামাত শিবিরের গুপ্ত রাজনীতির ফলাফল- 'বাংলাদেশ আজ ধ্বংসস্তূপ'
আরও একটি ভিডিও পোস্ট করে আওয়ামী লিগ লেখে, 'আমরা বাকরুদ্ধ! বাংলাদেশ বাকরুদ্ধ'
ডেইলি স্টারের সম্পাদক নবির কবিরের উপর হামলা হয়েছে। আর সেই ভিডিও পোস্ট করেছে আওয়ামী লিগ। তাদের পক্ষ থেকে লেখা হয়, 'নুরুল কবির এর উপর হামলা জামাত শিবির কর্মীদের।'
অভিযোগের কেন্দ্রে রয়েছে আওয়ামী লিগ
ওসমান হাদিকে গুলি করার অভিযোগ রয়েছে ফয়সাল করিমের উপর। আর সেই ফয়সাল আওয়ামী লিগের বলে দাবি করছে হাদির অনুগামীদের একাংশ। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ফয়সারের বাবা এবং মাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি তার স্ত্রী, বন্ধু এবং একাধিক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও অশান্ত বাংলাদেশ। দ্রুত দোষীকে ধরে সাজা দেওয়ার দাবি উঠেছে দেশজুড়ে।
ভারতকেও নিশানা করা হচ্ছে
জুলাই অভ্যুত্থানের পর থেকেই ভারতের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বাংলাদেশ। আর সেই ধারা এখনও বর্তমান। হাদির মৃত্যুর পিছনে ভারতের হাত রয়েছে বলে মনে করছে সেই দেশের চরমপন্থীদের একাংশ। যার ফলে রাস্তায় রাস্তায় উঠছে ভারত বিরোধী স্লোগান। পাশাপাশি ভারতীয় হাই কমিশনের বাইরেও বিক্ষোভ চলছে