রাখাইনে জান্তা বাহিনীর অস্ত্র কারখানা দখল নিল আরাকান আর্মি। এখান থেকে যে প্রশ্নটা উঠে আসছে, যে বাংলাদেশে কি বিপদ আসন্ন? গত 10দিন ধরে রাখাইনে মায়ানমারের সরকারি বাহিনীর নাট ইয়াকান এয়ার ডিফেন্স ইউনিট চারপাশ থেকে ঘিরে রেখেছে আরাকান আর্মিসহ আরও কয়েকটি বিদ্রোহী গ্রুপ। এর আগে গত মাসের মাঝামাঝিতে এই ঘাঁটির 3 কিঃমি উত্তরে গোকি সাপ্লাই পোস্টটির দখল নিয়েছিল বিদ্রোহী যোদ্ধারা। প্রায় 100 জন মায়ানমার সেনাবাহিনীর সৈন্য এই পোস্টটিতে নিযুক্ত ছিল। যাদের প্রধান দায়িত্ব ছিল এই সামরিক ঘাঁটির জন্য নিরাপদ সাপ্লাই রুট নিশ্চিত করা। এছাড়া একই অঞলে থাকা মায়ানমার সরকারি বাহিনীর সামরিক অস্ত্র উৎপাদন প্লান্ট কাপাসা-14 এর নিরাপত্তা নিশ্চিতকরাও এই পোস্টের দায়িত্ব ছিল। আপনাদের দেখাবো সেই ভিডিও।