বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সদ্য ঘোষণা করা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লিগের রাজনৈতিক কর্মকাণ্ড ‘স্থগিত’ রাখা হল। কার্যত এটি একটি রাজনৈতিক নিষেধাজ্ঞা। ২০২৫ সালে এসে আবারও ইতিহাস যেন ফিরে এল। কিন্তু এ ঘটনা একেবারেই নতুন নয়। প্রায় সাত দশকের ইতিহাসে কমপক্ষে সাতবার নানা ভাবে নিষিদ্ধ, দমন বা নিষ্ক্রিয় করা হয়েছে এই দলটিকে। তবু, প্রতি বারই কোনও না কোনও ভাবে ফিরে এসেছে তারা। জানুন আওয়ামী লিগের নিষেধাজ্ঞার ইতিহাস।