বাংলাদেশের ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশজুড়ে হিংসা। ঢাকা ও অন্যান্য শহরে হিংসাত্মক বিক্ষোভ। প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালানো হয়। ধরিয়ে দেওয়া হয় আগুন। সাংবাদিকরা ভিতরে আটকে পড়েন। প্রবীণ সাংবাদিক নুরুল কবিরকে নির্মমভাবে মারধর করা হয়। এই অস্থিরতা সংবাদমাধ্যমের নিরাপত্তা, পুলিশের নিষ্ক্রিয়তা এবং দেশের আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।