বাংলাদেশি ইলিশের স্বাদই আলাদা। আর সেই ইলিশ বাঁচাতে কিনা বাংলাদেশের অন্তবর্তী সরকার ১৭টি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে। একবার ভাবুন। আর এই ইলিশ বাঁচানোর ক্ষেত্রে বুঝতেই পারছেন বাংলাদেশের নজরদারিতে কারা? অবশ্যই ইন্ডিয়ান জেলেরা। আর তাই ইন্ডিয়ান জেলেদের ডিঙ্গি নৌকায় এতো ভয় যে শেষ পর্যন্ত ইলিশ বাঁচাতে একেবারে যুদ্ধ জাহাজ মোতায়েন করতে হল। এটা যেন অনেকটা মশা মারতে কামান দাগার মতো ঘটনা।