বাংলাদেশে নিষিদ্ধ হল আওয়ামী লীগ। শনিবার অন্তর্বর্তী সরকারের তরফে এ ঘোষণা করা হয়। তার পাল্টা শেখ হাসিনার দল জানিয়েছে,'ইউনূস সরকার অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট। তারা অবৈধভাবে দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে। এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চক্রান্ত'।