আর কিছুতে বিশ্বসেরা হোক বা না হোক, জালিয়াতিতে বাংলাদেশ যে বিশ্বসেরা—এই বিস্ফোরক মন্তব্য করে দেশ-বিদেশে তীব্র আলোড়ন ফেলে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস। এমন এক সময়ে এই মন্তব্য এল, যখন বাংলাদেশ জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে। আগামী 12 ফেব্রুয়ারি দেশের জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে চলেছে, ক্ষমতা হস্তান্তরের আগে ইউনূসের এই বেফাঁস মন্তব্য রাজনৈতিক মহলে যেমন প্রশ্ন তুলেছে, তেমনই দেশের প্রশাসনিক কাঠামো, সামাজিক মানসিকতা ও আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।