বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইছে নয়াদিল্লি। কিন্তু প্রতি পদে সমস্যা তৈরি হচ্ছে। তার মধ্যে হাসিনা পরবর্তী এক মাসে বহু জঙ্গি, খুনিকে ছেড়ে দেওয়া হয়েছে। যাঁদের বিরুদ্ধে কিনা খুন, রাহাজানি, টাকার বিনিময়ে রাজনৈতিক নেতা-কর্মীদের খুনের অভিযোগ রয়েছে। দোষীদের জামিন দিচ্ছে তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। শোনা যাচ্ছে মুহাম্মদ ইউনূসের সরকারের আমলে তাদের মুক্তি দেওয়ার ফলে নতুন করে বাড়ছে আশঙ্কা।