ওসমান হাদির মৃত্যু ঘিরে অশান্ত বাংলাদেশ। মৃত্যুর ৫ দিন পরেও থমথমে ঢাকা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে বাংলাদেশের একাধিক এলাকা। বহু স্থানেই পর পর খুন জখমের ঘটনা সামনে আসছে। এর মধ্যেই বিস্ফোরক দাবি করলেন ওসমান হাদির ভাই শরীফ ওমার হাদি। মঙ্গলবার তিনি অভিযোগ করেন, ইউনূস সকারের ভেতরে থাকা একটি স্বার্থান্বেষী দল আসন্ন নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। dailystar.net-এ এই তথ্য প্রকাশ করা হয়েছে।