রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হন চিন্ময়কৃষ্ণ দাস। 2 জানুয়ারি ছিল এই মামলার শুনানি। কিন্তু চিন্ময় প্রভুর জামিনের আবেদন খারিজ হয়ে গেল। জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক সাইফুল ইসলাম। বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে ছিল জামিন মামলার শুনানি। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি মামলায় কোনও আইনজীবীই সওয়াল করতে পারেননি তাঁর হয়ে। তবে আজ তেমনটা হয়নি। এমনকি রিপোর্ট অনুযায়ী, চিন্ময় কৃষ্ণের আইনজীবী জানান, আজকের শুনানির নাকি শান্তিপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে চরম বিশৃঙ্খলা। কোর্ট চত্বরে শোনা গেছে আল্লাহ হু আকবর স্লোগানও। আপনাদের দেখাবো সেই ছবি। 25 নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। একমাসেরও বেশি সময় হয়ে গেল জেলবন্দি রয়েছেন চিন্ময় প্রভু।