মঙ্গলবারই মঞ্জুর হয়ে গিয়েছিল জামিন। তবে আইনি জটিলতায় কাল কামিশপুর কারাগারেই রাত কাটাতে হয়েছিল অভিনেত্রী পরিমনীকে। তবে বুধবার সকালেই বন্দিদশা ঘুচলো নায়িকার। এদিন সকাল সাড়ে নটার দিকে কারাগার থেকে মুক্তি পান অভিনেত্রী। আর তারপরেই স্বমেজাজে পাওয়া গেল নায়িকাকে। বের হওয়ার সময় বেশ উৎফুল্ল ছিলেন তিনি। মুক্তির আনন্দে প্রথমেই সেলফি তোলেন নায়িকা। হাত নেড়ে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানাতেও দেখা যায় পরীকে। তাঁর হাতের মেহেন্দি সকলের নজর কাড়ে। তার হাতে লেখা ছিল, ‘Dont ও লাভ চিহ্ন, এরপর me Bitch’। তবে এ লেখার উদ্দেশ্য কী, তা এখনও স্পষ্ট নয়।