বাংলাদেশজুড়ে চলছে অরাজক অবস্থা। এরই মাঝে নতুন এক খবর। গাইবান্ধার পলাবাড়ির একটি ছেলে সম্প্রতি একটি বিমান বানিয়ে ফেলেছে। আর সেই বিমান তৈরির খবর জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। অনেকেই সেই প্লেন দেখতে আসেন। এবার বলি আসল কথা। আপনার কী ভাবছেন, যাত্রীরা চাপতে পারবেন, এমন আসল বিমান বানিয়েছে ছেলেটি? আজ্ঞে না, ছেলেটি যে বিমান বানিয়েছে, সেটি আদতে খেলনা গোছের।