স্থলপথে বাংলাদেশের বেশ কিছু দ্রব্যের আমদানি নিষিদ্ধ করেছে ভারত। পণ্যের তালিকায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ গারমেন্টস ও ফুড প্রোডাক্টও আছে। ভারতের স্থলবন্দর দিয়ে একাধিক বাংলাদেশি পণ্যের আমদানি বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, বাংলাদেশের রেডিমেড পোশাক, ফল, সুতো, কাঠের আসবাবের মতো পণ্যগুলি স্থলবন্দর দিয়ে আর ভারতের বাজারে প্রবেশ করতে পারবে না। পোশাকের জন্য কেবল খোলা রাখা হয়েছে কলকাতা এবং মুম্বই বন্দর। এই সিদ্ধান্তের ফলে ভারত-বাংলাদেশের বাণিজ্যে প্রভাব পড়তে চলেছে। তবে সব থেকে বেশি ক্ষতি যে বাংলাদেশের হবে তা বলার অপেক্ষা রাখে না। আর এই সিদ্ধান্তের ফলে দেশীয় বস্ত্রশিল্পের অনেক উন্নতি হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।