তাঁর আমলে Hindu দের উপর নাকি কোনও হামলাই হয়নি। যা কিছু বলা হচ্ছে পুরোটাই রটনা, India র ভুয়ো খবর। সম্প্রতি এই দাবি করেছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা Muhammad Yunus। America র সংবাদমাধ্যম ZETEO কে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন ইউনূস। এমনকী আমেরিকার প্রেসিডেন্ট Donald Trump কেও ছাড়েননি তিনি। ইউনূসের দাবি, আমেরিকার প্রেসিডেন্ট সম্ভবত জানেন না বাংবাদেশে ঠিক কী হচ্ছে। এখানকার পরিস্থিতি সম্পর্কে সম্ভবত অবগত নন তিনি। তাই তিনিও ভুল ধারনা পোষণ করছেন হিন্দুদের উপর অত্যাচারের বিষয়টি নিয়ে। কাহলেই বুঝে দেখুন কী ডাহা মিথ্যা কথা বলছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস।