ভরা বর্ষা চলছে, আর এটাই হল ইলিশের মরসুম। কিন্তু কলকাতার বাজারে ইলিশ উঠলেও মিলছে না পদ্মার ইলিশ। কলকাতার যে কটি বড় মাছের বাজার রয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম গড়িয়াহাট বাজার। এখানে এমনিতেই মানুষের ভিড় থাকে। তবে, ইলিশের মরসুমে সেই ভিড় বেড়ে যায় কয়েক গুণ। পদ্মার ইলিশ বাজারে ঢুকলেই বিক্রেতাদের কাছে চাহিদার শীর্ষে উঠে আসে। তবে এ বছর এখনো কলকাতায় দেখা নেই পদ্মার ইলিশের। তবে গঙ্গার এপারে পদ্মার ইলিশ অমিল হলেও গত বছরের চাইতে চার থেকে পাঁচগুণ বেশি মাছ ধরা পড়েছে সীমান্তের ওপারে।