Pahalgam এ জিহাদি হানার ঘটনার পর India ও Pakistan র মধ্যএ কূটনৈতিক সমীকরণ অনেকটাই গিয়েছে। এই পরিস্থিতিতে আপের পড়শি দেশ Bangladesh র ভূমিকাও কড়া পর্যবেক্ষণে রেখেছেন ভারতীয় গোয়েন্দারা। কারণ Hasina Government পরবর্তী অন্তবর্তী সরকারের আমলে বাংলাদেশের পাকিস্তান প্রীতি বেড়ে গিয়েছে অনেকটাই। যেটা জানা যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টার বাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে একটি ড্রোন। ঘটনার পর স্বাভাবিকভাবেই বাড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনের নিরাপত্তা।