Sheikh Hasina সরকারের পতনের পর বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। আর তাতে করে মৌলবাদীরা দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে। এতে করে দেশ রশাতলে দিকে যাচ্ছে। Muhammad Yunus অন্তবর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার পর উন্নতির পরিবর্তে ক্রমশ অবনতির পথে এগোচ্ছে Bangladesh। আর এর ফলে বহু অবৈধ বাংলাদেশ কাঁটা তার পেরিয়ে বিনা ডকুমেন্টে ভারতে চলে আসছে। এতে করে চিন্তা বেড়েছে সরকারের।