পদ্মা সেতু দিয়ে প্রথমবার চলল ট্রেন। মঙ্গলবার দুপুর ১টা ১৮ মিনিটে ভাঙ্গা থেকে পদ্মা সেতুর উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যায়। ২টা ৫০ মিনিটে পদ্মা সেতু অতিক্রম করতে থাকে। পদ্মা সেতু অতিক্রম করতে প্রায় ১৫ মিনিট সময় লাগে। ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত চারটি স্টেশন অতিক্রম করতে হয়েছে। ভাঙ্গায় দুটি ও শিবচরে দুটি স্টেশন অতিক্রম করে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেনটি অতিক্রম করে মাওয়া স্টেশনে পৌঁছায়। প্রথমবারের মতো ট্রেন চলতে দেখে দুইপাড়ের হাজারও জনতার মাঝে আনন্দের বন্যা দেখা যায়। পদ্মা সেতুতে ট্রেন চলাচলের সময় উপস্থিত ছিলেন- রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, চিফ হুইপ নুরে আলম চৌধুরী লিটন, ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন, পানি উপমন্ত্রী এনামুল হক শামীম, মুন্সীগঞ্জের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলিসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।