বিয়ে মানেই আনন্দ-উচ্ছ্বাসে সাজানো গোটা বাড়ি। ফুল, লাইটে ঝলমল চারিদিক। সেই সঙ্গে আত্মীয় স্বজনদের কোলাহল। কিন্তু তারই মধ্যে ধরা পরল এক অন্য ছবি। দুর্ঘটনায় আহত হয়ে হাত-পায়ে ব্যান্ডেজ বেঁধে হাসপাতালের বেডে শুয়ে বর। আর ওই অবস্থায় মাথায় টোপর দিয়ে বরের বেশে বিয়ে করতে প্রস্তুত যুবক। আর তার ঠিক পাশে লাল টকটকে বেনারসি শাড়িতে বধূর বেসে লাজুক মুখ দাঁড়িয়ে বধূ। শয্যাশায়ী স্বামীকে বিয়ে করে সমস্ত দায়িত্ব নিতেই সাতপাঁকে বাঁধা পড়লেন মহিলা। হাসপাতালের মধ্যেই নিয়ম মেনে বিয়ে সারলেন দম্পতি। উলুধ্বনী আর পুরোহিতের মন্ত্রচ্চারণে হাসপাতাল হয়ে উঠলো বিয়ের মণ্ডপ। আর এই নজিরবিহীন ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পরে। যা দেখা মাত্রই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।