Yunus র Interim government র আমলে Bangladesh এ অভ্যন্তরে ক্রমশই বেড়েছে India বিরোধিতা। অন্যদিকে আবার Tariff ইস্য়ুতে ভারত ও USA র বর্তমান সম্পর্ক কী পরিস্থিতিতে রয়েছে তাও সকলের জানা। এদিকে কয়েক মাস আগে আমেরিকা সফরে গিয়েছিলেন মহম্মদ ইউনূস। তবে এবার সেই আমেরিকার থেকেই বড় ধাক্কা খেতে হল বাংলাদেশকে।